
Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুর টেস্টের প্রথম দিনের খেলা চলাকালীন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছিলো অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।
ম্যাচের প্রথম দিন অসামান্য পারফরম্যান্স দিয়েছিলেন জাদেজা। ৫ টা উইকেট তুলে নিয়েছিলেন। এটাই ছিলো তার কেরিয়ারের ১১ তম এক ইনিংসে ৫ উইকেট নেওয়া। (Border-Gavaskar Trophy, 1st Test)
বিষয়টি নজরে আসতে ট্যুইট করেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। তিনি বিষয়টি কে চমকপ্রদ বলে দাগিয়েছেন। ভারতীয় ক্রিকেটারের এমন ব্যবহার দেখে প্রশ্ন তুলেছেন মাইকেল ভন’ও। (Border-Gavaskar Trophy, 1st Test)
পরে জানা যায় আঙুলে চোট পাওয়ায় মলম মাখছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এমন অভিযোগ তোলায় চুপ থাকেননি ভারতের ফ্যানেরা। ট্যুইটারে একের পর এক পোস্ট করে যোগ্য জবাব দেয় তারা। (Border-Gavaskar Trophy, 1st Test)
Interesting
— Tim Paine (@tdpaine36) February 9, 2023
Stop it. No player had problems with the pitch. Fox cricket was the only one which was making it an issue. You are just doing it for likes and retweets. Not all Australians have issues with the Indians except you.
— Tony Stark (@TonySta13327820) February 9, 2023
If Jadeja wanted to do something suspicious, he would have tried to hide the foreign material in such a way: pic.twitter.com/GvgSxTQm5h
— Anuj Nitin Prabhu 🏏 (@APTalksCricket) February 9, 2023
Not a sand paper for sure. pic.twitter.com/sY89Z5kHaH
— Tom Gravestone (@Whygravestone) February 9, 2023
Ravindra Jadeja was applying ointment for sore fingers. This is the story of this picture, not the one cooked by other media. (Reported by Sports Tak). pic.twitter.com/LCmEQ6kWp1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 9, 2023
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : রোহিতের খেলায় শেহবাগের ছোয়া আছে বলে মনে করেন রবি শাস্ত্রী
দীর্ঘ মাস ছয়েক পর ফের ক্রিকেট ময়দানে প্রত্যাবর্তন করেছেন জাদেজা। এরপর এমন দীর্ঘ সময়ের স্পেল করলে একটু অসুবিধা হতেই পারে। তাই তিনি ব্যাথা উপশমের মলম মাখছিলেন। এমনটাই দাবি করেছেন ভারতের ফ্যানেরা।
এরপর অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক খোঁচা দেওয়া শুরু হয় ভারতীয় ফ্যানেদের। উঠে আসে স্যান্ডপেপার গেট এর প্রসঙ্গ।
প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ৭৭/১। এখনো অস্ট্রেলিয়ার থেকে একশো রানে পিছিয়ে আছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : রাহুল আউট হতেই হতাশায় একি করলেন রোহিত শর্মা ! দেখুন ভিডিও