
Border-Gavaskar Trophy, 1st Test – বর্ডার গাভাস্কার ট্রফির বাকি ম্যাচ গুলোতে যেভাবে হোক শুভমান গিলকে প্রথম একাদশে রাখার ব্যবস্থা করা উচিত ভারতের, এমনটাই মনে প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক সলমন বাট।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে গিলকে এইমুহুর্তে না খেলানোর কোনও মানেই হয়না। বর্তমানে তিন ফর্ম্যাটেই অসামান্য ছন্দে আছেন শুভমান গিল। কে এল রাহুল, যিনি এই মুহূর্তে চরম অফ ফর্মে আছে তার বদলে ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে সুযোগ পাওয়া উচিত শুভমান গিলের, এমনটাই মত সলমন বাটের। (Border-Gavaskar Trophy, 1st Test)
নিজের YouTube চ্যানেলের লাইভ সেশনে এসে এই কথা বলেছেন সলমন বাট, তার বক্তব্য,
“কে এল রাহুল একজন দারুণ ক্রিকেটার। তবে এই মুহূর্তে একেবারেই ফর্মে নেই। ভারতের উচিত এখন একজন ইনফর্ম ক্রিকেটারকে খেলানো। তা বলে তার মানে এই নয় যে রাহুলকে কোনও পরিকল্পনার মধ্যে রাখা হচ্ছে না। আমার মনে হয়না শুভমান গিলকে এমন চরম ফর্মে থাকাকালীন বসিয়ে রাখা ঠিক হচ্ছে।”
জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন শুভমান গিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি ৩৬০ রান করে। সর্বোচ্চ স্কোর করেছিলেন ২০৮। (Border-Gavaskar Trophy, 1st Test)
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : কপিল দেবের রেকর্ড ভাঙলেন রবীন্দ্র জাদেজা
টি টোয়েন্টি সিরিজেও একটা অসামান্য সেঞ্চুরি করেছিলেন। আহমেদাবাদের সিরিজ নির্নায়ক ম্যাচে ১২৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। (Border-Gavaskar Trophy, 1st Test)
অন্যদিকে কে এল রাহুল নাগপুরে টেস্টের প্রথম ইনিংসে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। প্রথম দিন খেলা শেষের আগের মুহূর্তে আউট হয়ে যান মাত্র ২০ রান করে ম্যাচে অভিষেক কারী টড ফিলিপের বলে।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : খেলা চলাকালীন স্মিথকে পাগল বললেন রোহিত শর্মা, ভাইরাল হলো ভিডিও