
Border-Gavaskar Trophy, 1st Test – অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে মেজাজে ফিরবেন বিরাট কোহলি, এমনটাই দাবী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলরের। বৃহস্পতিবার নাগপুরে শুরু হলো ভারত – অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ। ৩৩ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার শেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে। গতবছর ছয়টা টেস্ট ক্রিকেটে তার গড় ছিলো ২৬.৫০। আছে একটি মাত্র হাফ সেঞ্চুরি।
Wide World Of Sports এ বক্তব্য রাখাকালীণ মার্ক টেলর বলেছেন, কোহলির উইকেট তুলে নেওয়াটাই এই সিরিজে অস্ট্রেলিয়ার বোলারদের কাছে অন্যতম চ্যালেঞ্জ হতে চলেছে কারণ অসিদের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন কোহলি। তিনি বলেছেন,(Border-Gavaskar Trophy, 1st Test)
“ভারত এবং অস্ট্রেলিয়ার এই টেস্টে ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বিরাট কোহলি। আমার সব সময় মনে হয় নিজের খেলা থেকেই অনুপ্রাণিত হয় বিরাট। নিঃসন্দেহে এই সিরিজ কে বিরাট গুরুত্ব সহকারে দেখছেন তিনি। ও জ্বলে ওঠার চেষ্টা করবেই, তাই এটা মাথায় রেখে অস্ট্রেলিয়ার কাছে কোহলির উইকেট তুলে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।” (Border-Gavaskar Trophy, 1st Test)
অস্ট্রেলিয়ার মাটিতেও প্রচুর রান করেছেন বিরাট কোহলি। দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার গড় তিরিশের উপর। অবশ্য ২০১৬ -১৭ মরশুমে অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টে কোহলির গড় ছিলো মাত্র ৯.৪৬।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : টেস্টে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন অশ্বিন
কোহলির উইকেট যতো তাড়াতাড়ি তুলে নেওয়া যাবে ততই মঙ্গল হবে অস্ট্রেলিয়ার। এমনটাই মনে করেন মার্ক টেলর। (Border-Gavaskar Trophy, 1st Test)
তার বক্তব্য,
“বিরাট কোহলিকে যদি অস্ট্রেলিয়া দ্রুত বোতলবন্দী করতে পারে, তাহলে মাঠে উপস্থিত দর্শকরা চুপ থাকবে। স্টাম্পে একটি নির্দিষ্ট দিক বরাবর বোলিং করতে হবে। কারণ সাধারণত ভারতের পিচ যেমন হয়ে থাকে, যেখানে তেমন একটা প্রান দেখা যায়না, তখন বোল্ড অথবা এলবিডব্লিউ করার সুযোগ খুঁজতে হবে।”