Border-Gavaskar Trophy, 1st Test : এই পিচে কিভাবে ব‍্যাট করতে হয় দেখিয়ে দিলো রোহিত, বললেন ইরফান পাঠান

0
11
Border-Gavaskar Trophy, 1st Test :
Border-Gavaskar Trophy, 1st Test : "He showed the other batters how to bat on this pitch" - Irfan Pathan lauds Rohit Sharma's century in 1st IND vs AUS Test

Border-Gavaskar Trophy, 1st Test – কঠিন পিচে কিভাবে ব্যাট করতে হয় সেটা নাগপুরে প্রথম ইনিংসে দেখিয়ে দিলো রোহিত শর্মা। ভারত অধিনায়কের ব‌্যাটিংয়ের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

১২০ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা।যার ফলে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেটে ৩২১ রান তোলে ভারত। খেলার শেষে আক্সার প‍্যাটেল এবং রবীন্দ্র জাদেজা হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ফলে ১৪৪ রানের লিড পায় টিম ইন্ডিয়া।(Border-Gavaskar Trophy, 1st Test)

Star Sports এর আলোচনায় রোহিত শর্মার ইনিংসের প্রসঙ্গে ইরফান পাঠানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, (Border-Gavaskar Trophy, 1st Test)

“রোহিত বাকি ব‍্যাটারদের দেখিয়ে দিয়েছেন এই পিচে কিভাবে ব‍্যাট করতে হয়। কিভাবে ফাস্ট বোলারদের সামাল দিতে হয়, কিভাবে স্পিনারদের সামাল দিতে হয়। একটা অসাধারণ টেস্ট ইনিংস খেলেছিলেন তিনি। খেলা শুরুর আগে যে পিচ নিয়ে এতো আলোচনা হয়েছিল, সেই পিচে শুধুমাত্র হাফ সেঞ্চুরি করে থেমে থাকেনি রোহিত।”

এই ম‍্যাচে খেলতে নামার আগে ভীষণ চাপের মধ্যে ছিলেন রোহিত, সেই প্রসঙ্গ তুলে ইরফান পাঠান বলেছেন,

“এই সিরিজ শুরু আগে আলোচনা করছিলাম কতোটা গুরুত্বপূর্ণ এই সিরিজ এটা রোহিত শর্মার কাছে। মারাত্মক চাপের মধ্যে ছিলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তার রেকর্ড শোধরানোর ব‍্যাপার ছিলো।”

এই সমস্ত চাপ পাশে রেখে যেভাবে এই ইনিংস খেললেন রোহিত, তার জন্যে ভারত অধিনায়কের প্রশংসা করে ইরফান পাঠান বলেছেন,

“এতো কিছু মাথায় চললে একাধিক ভাবনা আসে। তোমায় দল সামলাতে হবে, এদিকে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালের ব‍্যাপারটা মাথায় রাখতে হবে। এতো দায়িত্ব কাঁধে রেখেও ব‍্যাট হাতে এমন দুর্দান্ত স্কিল প্রদর্শন, সত্যিই অসাধারণ।” (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ IPL 2023 : এবার আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে গম্ভীরের মন্তব্যের কড়া জবাব দিলেন লঙ্কান অধিনায়ক শানাকা

এই ইনিংস খেলার পথে ১৫ টা চার এবং ২ টো ছক্কা মারেন রোহিত শর্মা। পাশাপাশি কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজার সাথে প্রথম এবং ষষ্ঠ উইকেটে হাফ সেঞ্চুরির পার্টনারশিপ জুড়েছিলেন।

পাঠানের মতে রোহিত তার এই সেঞ্চুরির ইনিংসটা ব‍্যক্তিগত তালিকায় অনেকটা উপরের দিকে রাখবে। তার কারণ বলতে গিয়ে পাঠান বলেন,

“আমার দৃঢ় বিশ্বাস, যদি রোহিতকে তার এই সেঞ্চুরি রেট করতে বলা হয় তাহলে আমার মনে হয়না তিনি এই সেঞ্চুরিকে খুব লো রেট করবেন। ও অবশ্যই অনেক উপরের তালিকায় রাখবে এই সেঞ্চুরি কে অস্ট্রেলিয়া দল এবং পিচ ও সিরিজের বিষয়টিকে গুরুত্ব করে।”

রোহিতের এদিনের ১২০ রানের ইনিংসটা তার কেরিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি ছিলো। এর আগে তার প্রতিটা টেস্ট সেঞ্চুরি করা ম‍্যাচে জিতেছিলো ভারত। আশা ক‍রা হচ্ছে এবারও তার বিরুপ ঘটবেনা।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : চূড়ান্ত ফর্মে থাকা শুভমান গিলকে বসানো উচিত হয়নি ভারতের, মত সলমন বাটের