Border-Gavaskar Trophy, 1st Test : “দ্বিতীয় টেস্টে ক‍্যামেটারুন গ্রীনকে দিয়ে ওপেন করা উচিত অস্ট্রেলিয়ার”: সলমন বাট

0
14
Border-Gavaskar Trophy, 1st Test :
Border-Gavaskar Trophy, 1st Test : "Australia should open with Cameron Green in 2nd Test" : Salman Butt

Border-Gavaskar Trophy, 1st Test : চলতি বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম‍্যাচে ক‍্যামেরুন গ্রীনকে প্রথম একাদশে রাখা উচিত অস্ট্রেলিয়ার।এমনটাই মত সলমন বাটের।

উসমান খোয়াজার বদলে অস্ট্রেলিয়ার থিংক ট‍্যাঙ্ককে ক‍্যামেরুন গ্রীনকে দিয়ে ওপেন করানো টা ঠিক বলেই মত বাটের। এই উদীয়মান অসি তারকার দ্রুত রান করার প্রবণতা ভারতের পিচে অস্ট্রেলিয়ার দলের জন্যে খুবই ফলপ্রসূ একটা বিষয় হবে বলে মনে করেন বাট। তিনি বলেছেন, (Border-Gavaskar Trophy, 1st Test)

“অস্ট্রেলিয়ার উচিত পরের ম‍্যাচে ক্যামেরুন গ্রীনকে দিয়ে ওপেন করানো। উসমান খোয়াজা বরং মিডল অর্ডারে খেলুক। এরফলে একজন বা হাতি ব‍্যাটার ঢুকবে অস্ট্রেলিয়া দলে যে কিনা বিপক্ষের বা হাতি স্পিনারদের সামলাতে পারবে। গ্রীন দ্রুত রান করতে পারে, যেটা এই ভারতের পরিস্থিতিতে খুবই প্রয়োজন, কারণ ভারতে স্পিন আক্রমণের বিরুদ্ধে রানটা খুব সহজে তোলা যায়না।”

ডেভিড ওয়ার্নারের অবর্তমানে ক‍্যামেরুন গ্রীন ভারতের মাটিতে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে ওপেন করেছিলেন। তিন ম‍্যাচে অসাধারণ ব‍্যাটিং করেছিলেন গ্রীন ৩৯.৩৩ গড়ে তিনি করেছিলেন ১১৮ রান।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : এই পিচে কিভাবে ব‍্যাট করতে হয় দেখিয়ে দিলো রোহিত, বললেন ইরফান পাঠান

গতবছর সাউথ আফ্রিকার বক্সিং ডে টেস্টে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন গ্রীন। তারপর সার্জারি করাতে হয়েছিল তাকে। এর ফলে নাগপুরে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ IPL 2023 : এবার আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে গম্ভীরের মন্তব্যের কড়া জবাব দিলেন লঙ্কান অধিনায়ক শানাকা