
Border-Gavaskar Trophy, 1st Test – বৃহস্পতিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে টেস্টের প্রথম দিন ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল। এদিনের খেলা শেষে ভারতের স্কোর ৭৭ রান ১ উইকেটে, এর আগে টিম ইন্ডিয়া ১৭৭ রানে অল আউট করে দিয়েছিলো অস্ট্রেলিয়াকে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো অস্ট্রেলিয়া। ড্রাই পিচে ভারতীয় বোলারদের সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হন তারা। একাই ৫ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৩ উইকেট। ভারতীয় জুঁটির স্পিন জালে লন্ডভন্ড হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। (Border-Gavaskar Trophy, 1st Test)
এরপর ব্যাট করতে নেমে রোহিত শর্মা বিধ্বংসী মেজাজে ব্যাট করেন। ৬৯ বলে ৫৬* রান করে অপরাজিত থাকেন তিনি। পাশাপাশি প্রথম উইকেটে কে এল রাহুলের সাথে জোড়েন ৭৬ রান। (Border-Gavaskar Trophy, 1st Test)
একদিকে যখন ভীষণ ছন্দে দেখিয়েছে রোহিত কে,তখন অন্যদিকে কে এল রাহুল ফের আরেকবার হতাশ করলেন তার ৭১ বলে ২০ রানের ইনিংস খেলার পথে। আউট হওয়ার আগে একাধিক বার বিপাকে পড়েছিলো রাহুল। শেষ অবধি এই ম্যাচে অভিষেক কারী অসি স্পিনার টড মার্ফি তার প্রথম টেস উইকেট তুলে নেন রাহুলকে আউট করার মধ্যে দিয়ে।
এমনিতেই ইনফর্ম ব্যাটার শুভমান গিলকে বসিয়ে রেখে রাহুলকে সুযোগ দেওয়ার ক্ষেপে ছিলেন জনতারা। এরপর রাহুলের ব্যাটিং দেখে চরম উত্তেজিত হয়ে পড়েন তারা। রাহুলের বিশ্রী ব্যাটিং দেখে খোঁচা মারা ট্যুইট করেছেন অটোগ্রাফ, বাইশে শ্রাবণের মতো বিখ্যাত সব ছবির পরিচালক সৃজিত মুখার্জি, ট্যুইটে তিনি লিখেছেন,
“যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে তাকে এমন ভাবে ভালোবাসো যেমনটা নির্বাচকরা কে এল রাহুলকে ভালোবাসে।”
If you have to love someone, love the person like how the selectors love KL Rahul.
— Srijit Mukherji (@srijitspeaketh) February 9, 2023
ইদানিং কে এল রাহুলকে বাদ দেওয়ার ব্যাপারে সরব হয়ে উঠেছিলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। প্রথম টেস্ট শুরুর আগে বিতর্ক জারি ছিলো যে ভারত রোহিত শর্মার সাথে শুভমান গিল এবং কে এল রাহুলের মধ্যে করা ওপেন করা উচিত হবে ভারতের বিপক্ষে। কপিল দেব বলেছেন সঠিক কম্বিনেশন বাছাই করাটাই অন্যতম লক্ষ্য থাকা উচিত টিম ম্যানেজমেন্টের, এক্ষেত্রে দলের সহ অধিনায়ক কে সেটা দেখার কোনও মানে হয়না।
একটি সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন,
“রাহুল বাদ পড়বেনা কেনো ? এরকম কোনও নিয়ম থাকা উচিত নয়। টিম কম্বিনেশনের দিকেও তো নজর দিতে হবে, যেটা আমাদের খুবই প্রয়োজন। আমার তারতীয় ক্রিকেটে কখনো মনে হয়নি ভাইস ক্যাপ্টেন বলে কোনো পদ আছে। আমাদের খেলার সময় প্রতি ম্যাচে ভাইস ক্যাপ্টেন বদলাতো।”