অ্যাডিলেড ওভালে চলতি বিগ ব্যাশ লিগে (Big Bash League) মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং হোবার্ট হারিকেন। এদিন সেই ম্যাচ সাক্ষী থাকলো এক অনন্য নজিরের। সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নজির গড়লো এদিন অ্যাডিলেড স্ট্রাইকার্স।
বিগ ব্যাশ লিগের ইতিহাসে এর আগে এত বেশি রান তাড়া করে জয়ের নজির নেই অন্য কোনও দলের। এদিন ম্যাচে ‘স্ট্যান্ড ইন’ অধিনায়ক ম্যাথু শর্ট এবং প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স তারকা ক্রিস লিনের ব্যাটিং তান্ডবে ম্যাচ জয় নিশ্চিত করে স্ট্রাইকার্স’রা। (Big Bash League)
কার্যত, শর্ট এবং লিনের ব্যাটিং তান্ডবে নয়া নজির গড়ে ফেলেন এদিনের ম্যাচের আয়োজকরা। তদের ব্যাটে ভর করেই ম্যাচে তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স।
এই মুহূর্তে বিগ ব্যাশের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে অ্যাডিলেড। অন্যদিকে ক্রমতালিকায় ছয় নম্বরে রয়েছে হোবার্ট হারিকেন। এদিন প্রথমে ব্যাট করে ২২৯ করেছিল হোবার্ট হারিকেন। ২৩০ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করে এদিন ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় অ্যাডিলেড।
Pandemonium at the Adelaide Oval!
— KFC Big Bash League (@BBL) January 5, 2023
Unforgettable knock from Matt Short #BBL12 pic.twitter.com/s6Lcgc7qt9
আরও পড়ুনঃ IND vs SL 2023 : নো বলের হ্যাটট্রিক করায় সকলের সামনে আর্শদীপের তুমুল সমালোচনা করলেন হার্দিক
প্রসঙ্গত, চলতি বিগ ব্যাশে এটাই অ্যাডিলেডের গড়া প্রথম নজির নয়। গত ডিসেম্বরে তারা সিডনি থান্ডার্সকে মাত্র ১৫ রানে অলআউট করে দিয়েছিল। যা পেশাদার টি-২০ লিগের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। (Big Bash League)
এদিন হোবার্ট প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান করতে সমর্থ হয়। দুই ওপেনার বেন ম্যাকডারমট (৫৭) এবং ক্যালেব জুয়েল (৫৪) অর্ধশতরান করেন। ইনিংসের শেষ দিকে জ্যাক ক্রলির অর্ধশতরানে ভর করে ২০০ রানের গন্ডি পেরিয়ে যায় হোবার্ট। টিম ডেভিড করেন ৩৯ রান।
জবাবে দুরন্ত শতরান করে অপরাজিত থাকেন ম্যাথু শর্ট (১০০*)। তাকে যোগ্য সঙ্গত দিয়ে ৬৪ রান করেন ক্রিস লিন। অ্যাডাম হোস ৩৮ রান করে দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন। ম্যাথু শর্ট দলের হয়ে এক অনবদ্য জয় নিশ্চিত করেন। (Big Bash League)