বছরের শুরুতেই রোহিত-রাহুল’দের নিয়ে বৈঠকে বসবে BCCI

0
28
BCCI will hold a meeting with Rohit-Rahul at the beginning of the year
BCCI will hold a meeting with Rohit-Rahul at the beginning of the year

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই জানা গিয়েছিল যে টুর্নামেন্টে ভারতের (BCCI) এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসবে বিসিসিআই। সেই বৈঠক এখনও হয়নি।

তবে এবার বিসিসিআই সূত্রে জানা গিয়েছে যে, আগামী ১ লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনই সেই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। মুম্বাইয়ে বোর্ডের দফতরেই সেই বৈঠক অনুষ্ঠিত হবে। (BCCI)

এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ, যিনি দ্রাবিড়ের অনুপস্থিতি’তে ভারতীয় দলের সঙ্গে ছিলেন, তিনিও বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। আগামী ৩ রা জানুয়ারি থেকে শ্রীলঙ্কা’র বিরুদ্ধে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজের আগেই মুম্বাইয়ে সেই বৈঠক’টি হবে বলে আশা করা হচ্ছে।

কার্যত, ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ১০ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এই বছরও আইসিসি’র ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়া’র। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনি’র নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তারপর থেকে আইসিসি’র আর কোনও ইভেন্টে ভারত জেতেনি। ঘরের মাঠে শেষবার বিশ্বকাপের শিরোপা তারা জেতে ২০১১ সালে। (BCCI)

বিসিসিআই’এর এক সূত্রের দাবি –

“প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ বিসিসিআই কর্তা’দের সঙ্গে ভারতের পারফরম্যান্স (টি-টোয়েন্টি বিশ্বকাপে) বিশ্লেষণ করবেন বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালের বিশ্বকাপে যাওয়ার রোডম্যাপ নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।”

প্রসঙ্গত, চেতন শর্মা’র নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল’কে বিশ্বকাপের পরেই ছেঁটে ফেলা হয়েছিল। তবে এরপর এখনও পর্যন্ত কোনও নতুন প্যানেল গঠিত হয়নি। এই কমিটি নভেম্বরে বরখাস্ত করা হয়েছিল। (BCCI)

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : আল নাসরে সই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 

তবে নির্বাচক কমিটি না থাকলেও, চলতি রঞ্জি ট্রফি’তে প্লেয়ার’দের পারফরম্যান্সে নজর রাখা হচ্ছে। এমনকি শ্রীলঙ্কা’র বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য দলও বেছে নেওয়া হয়েছে।

অন্যদিকে এই মাসের শুরুতে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি, নির্বাচক পদের জন্য প্রার্থীদের তালিকা বাছাই করতে শুক্রবার মুম্বাইয়ে বৈঠক করেছিল বোর্ড। সেই প্যানেলে রয়েছেন অশোক মলহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণ নায়েক। (BCCI)

চেতন শর্মা এবং হরবিন্দর সিং চাকরির জন্য পুনরায় আবেদন করেছেন এবং অন্য যারা আবেদন করেছেন, তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ এবং প্রাক্তন উইকেটরক্ষক নয়ন মোঙ্গিয়া।

আরও পড়ুনঃ Rishabh Pant : গাড়ি সাবধানে চালা ভাই, ভাইরাল হলো শিখর ধাওয়ানের ঋষভ পন্তকে দেওয়া উপদেশের ভিডিও