IND vs AUS 2023 : সৌরাষ্ট্র ফাইনালে ওঠায় বর্ডার গাভাস্কার ট্রফির দল থেকে জয়দেবকে ছাড়লো বিসিসিআই 

0
94
BCCI released Jaydev Unadkat from IND vs AUS 2023 Test squad as Saurashtra reached the Ranji Trophy Final
BCCI released Jaydev Unadkat from IND vs AUS 2023 Test squad as Saurashtra reached the Ranji Trophy Final

IND vs AUS 2023 – আগামী শুক্রবার থেকে দিল্লিতে শুরু হবে ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম‍্যাচ। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে রিলিজ দেওয়া হলো জয়দেব উনাদাকাটকে

এবার এই ভারতীয় ক্রিকেটার সৌরাষ্ট্রের হয়ে ফাইনালে খেলবেন কিনা, এখন সেটা সম্পূর্ণ তার বিষয়। ১৬ ই ফেব্রুয়ারি থেকে ইডেনে শুরু হবে রঞ্জি ট্রফির ফাইনাল। (IND vs AUS 2023)

সদ‍্য নাগপুরে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম‍্যাচে অস্ট্রেলিয়াকে দাপটের সাথে হারিয়ে দিয়েছিলো ভারত। এই ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। যদিও খেলার সুযোগ মেলেনি।

ভারতের থিংক ট‍্যাঙ্ক মহম্মদ শামি, মহম্মদ সিরাজকে দুই পেসার হিসেবে খেলায়। এছাড়া তিন স্পিনার ছিলেন অশ্বিন, জাদেজা এবং আক্সার।

আরও পড়ুনঃ Hardik Pandya : সকলকে চমকে দিয়ে ভ‍্যালেন্টাইন্স ডে’র দিন বিয়ের পিড়িতে বসতে চলেছে এই তারকা ভারতীয় ক্রিকেটার

পরিস্থিতি এখন এমন, যে দ্বিতীয় ম‍্যাচে (IND vs AUS 2023) টিম ম্যানেজমেন্ট কোনও বদল আনবেনা বলেই মনে করা হচ্ছে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড উনাদাকাটকে ছেড়ে দিয়েছে দল থেকে। বিসিসিআই’এর তরফে ট‍্যুইট করে জানানো হয়েছে –

“সর্বভারতীয় সেলেকশন কমিটি ভারতীয় টিম ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা চালিয়ে জয়দেব উনাদাকাটকে জাতীয় দল থেকে রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম‍্যাচের আগে।

জয়দেব এবার সৌরাষ্ট্রের দলে যোগ দেবে। ১৬ ই ফেব্রুয়ারি সৌরাষ্ট্র রঞ্জি ট্রফির ফাইনালে খেলতে নামবে ইডেনে বাংলার বিরুদ্ধে।”

আরও পড়ুনঃ Sachin Tendulkar : বাইসাইকেল কিকে অসাধারণ সেভ ফিল্ডারদের, ভিডিও শেয়ার করলেন সচিন তেন্ডুলকার