Rishabh Pant : পন্তের চোটাঘাত নিয়ে বিস্তারিত জানালো BCCI

0
14
BCCI gave details about Rishabh Pant's injury
BCCI gave details about Rishabh Pant's injury

শুক্রবার একেবারে ভোরবেলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার (Rishabh Pant) ঋষভ পন্ত। দিল্লি থেকে গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডে নিজের বাড়ি যাচ্ছিলেন ঋষভ। রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের সন্নিকটে ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

পন্ত দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে তড়িঘড়ি রুরকির এক হাসপাতালে ভর্তি করা হয়। রুরকির স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার করার পরে, পন্ত’কে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সাধের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি নিজে চালিয়েই বাড়ি যাচ্ছিলেন পন্ত (Rishabh Pant)। আর সেই যাওয়ার পথে বাড়ির কাছেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, রাজ্যের সরকার ভারতের তারকা কিপারের চিকিৎসার পুরো দায়িত্ব নেবে।

এই পরিস্থিতি’তে পন্ত (Rishabh Pant) কেমন আছেন, বা কোথায় কোথায় চোট লেগেছে এবং তা কতোটা গুরুতর, তা বিস্তারিত জানিয়েছে বিসিসিআই।

বিসিসিআই-এর সচিব জয় শাহ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে, পন্তের শারীরিক পরিস্থিতির আপডেট দিয়েছেন। সেই বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানা গিয়েছে, পন্তের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তার স্ক্যানিং চলছে।

জয় শাহ নিজে পন্তের পরিবারের সঙ্গে কথা বলেছেন, এবং জানিয়েছেন চিকিৎসকের সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন। সেই বিজ্ঞপ্তি’তে জয় শাহ বলেছেন –

“ঋষভের কপালে দুজায়গায় কাটা আছে, ওর ডান হাঁটু’তে একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এবং ডান কব্জি, গোড়ালি আর পায়ের আঙুলেও চোট লেগেছে। ঘর্ষণে ওর পিঠেও আঘাত লেগেছে।

তবে ঋষভের (Rishabh Pant) অবস্থা এখন স্থিতিশীল, এবং ওকে এখন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে ওর আঘাতের পরিমাণ নির্ণয় করতে এবং পরবর্তী চিকিৎসা কিভাবে এগোবে, সেটা জানার জন্য এমআরআই আর স্ক্যান করা হবে।”

আরও পড়ুনঃ Rishabh Pant : “আপনাদের লজ্জা পাওয়া উচিত” : ঋষভের অ্যাক্সিডেন্টের ছবি ভাইরাল হতে চটলেন রোহিত শর্মার স্ত্রী 

সেই বিজ্ঞপ্তি’তে আরও বলা হয়েছে –

“বিসিসিআই ঋষভের পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছে। আর মেডিক্যাল টিম বর্তমানে ঋষভের চিকিৎসা যারা করছেন, সেই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বোর্ড এটা দেখবে যে, ঋষভ যেন সবচেয়ে ভালো চিকিৎসা পায় এবং এই মর্মান্তিক পর্যায় থেকে বেরিয়ে আসার জন্য ওর প্রয়োজনীয় সমস্ত সহায়তা যেন ও পায়।”

এবার জানা যাক কীভাবে ঘটল এমন দুর্ঘটনা ? পুলিশ’কে পন্ত (Rishabh Pant) নিজেই জানিয়েছেন যে গাড়ি চালানোর সময়ে নাকি ঘুমিয়ে পড়েছিলেন তিনি। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার একথা জানিয়েছেন সংবাদমাধ্যম’কে।

প্রসঙ্গত, হাঁটুতে আঘাতের কারণে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে পন্ত’কে রাখা হয়নি। এছাড়া অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে ঘরের মাঠে চার ম্যাচের সিরিজের জন্য টেস্ট দলে যোগ দেওয়ার আগে তাকে (Rishabh Pant) ১৫ দিনের রিহ্যাবের জন্য বেঙ্গালুরু’র এনসিএ’তে রিপোর্ট করতে বলা হয়েছিল।

আরও পড়ুনঃ Ramiz Raja : যে কারনে চাকরি খোয়ালেন আবারও সেই কাজই করে বসলেন রামিজ রাজা, ফের ভারত’কে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রাক্তন পিসিবি চেয়ারম্যানের