
Border-Gavaskar Trophy, 1st Test – শুক্রবার কেরিয়ারের নবম সেঞ্চুরি করার মধ্যে দিয়ে নাগপুর টেস্টে ভারতকে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৩ রানের লম্বা লিড পেতে সাহায্য করেছিলো ভারতকে। ওপেনার হিসেবে এটা ছিলো রোহিতের ছয় নম্বর সেঞ্চুরি টেস্টের ওপেনার হিসেবে।
রোহিতের এমন অসাধারণ ইনিংস দেখে তার ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার কিংবদন্তি ব্যাটার ইয়ান চ্যাপেল। চ্যাপেলের মতে ক্রমশ নিজেকে ভালো টেস্ট ব্যাটারে পরিণত করেছেন রোহিত। তবে তিনি বিরাট কোহলির নাম নিয়ে দাবী করেছেন, কোহলির মতো একজন তারকা ব্যাটারের আগে খেলতে নামাটাই রোহিতকে ভালো টেস্ট ব্যাটার করে তুলেছে।
ESPN Cricinfo কে চ্যাপেল বলেছেন –
“বিরাট কোহলির আগে খেলতে নামাটাই মস্ত ফারাক গড়ে দিয়েছে রোহিত শর্মার ক্ষেত্রে। আমার মতে ও যদি কোহলির পরে ব্যাট করতে নামতো তাহলে কোথাও একটা সমস্যার মুখে পড়তে পারতো। তবে অধিনায়কত্ব নেওয়ার ভাড়ি দায়িত্বটা টের পেয়েছিলো রোহিত, আর তার ফলে আরো ভালো টেস্ট ব্যাটার হয়ে উঠেছিলো ও।”
তিনি আরো বলেন –
“নাগপুরে অসাধারণ ইনিংস খেলেছে রোহিত শর্মা। সতীর্থদের দেখিয়ে দিয়েছে এই পিচে কিভাবে ব্যাট করতে হয়। সতীর্থদের বোঝানোর চেষ্টা করেছে তিনি কেমন খেলাটা আশা করেন তাদের থেকে। একটা সত্যি কারের টেস্ট ইনিংস খেললো রোহিত এদিন।”
২০১৯ সালে টেস্টে প্রথম ওপেনিং করেছিলেন রোহিত শর্মা। এরপর থেকে আর ফিরে দেখতে হয়নি তাকে। নাগপুর টেস্টের সর্বাধিক রান সংগ্রাহক তার কেরিয়ারের প্রথম টেস্টে দুটো সেঞ্চুরি করেছিলেন, এরপর কেরিয়ারে তৃতীয় টেস্ট ম্যাচে ডবল সেঞ্চুরি করেন। ২০২১ সালে চেন্নাইয়ের কঠিন পিচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৬২ রানের অসামান্য ইনিংস। এরপর একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওভালে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন রোহিত।