Barcelona : শেষ লিগের ম‍্যাচে লাল কার্ড দেখলেও খেলার সুযোগ পাচ্ছেন লেওয়ানডস্কি

0
17
Barcelona : Lewandowski is getting a chance to play despite seeing a red card in the last league match
Barcelona : Lewandowski is getting a chance to play despite seeing a red card in the last league match

Barcelona – শনিবার বছরের শেষ দিন লা লিগার ম‍্যাচে এস্পানিওলের মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা। সেই ম‍্যাচে রবার্ট লেওয়ানডস্কির খেলার সম্ভাবনা প্রবল বলেই মনে করেন বার্সা কোচ।

বিশ্বকাপ শুরুর আগের ম‍্যাচে ওসাসুনার বিরুদ্ধে খেলাকালীণ লাল কার্ড দেখেছিলেন লেওয়ানডস্কি। ম‍্যাচে ২-১ ব‍্যবধানে জিতে বার্সেলোনা ৩ পয়েন্ট পেলেও দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ‍্য হয়েছিলেন লেওয়ানডস্কি। খেলার পর স্প‍্যানিশ ফুটবল ফেডারেশন রেফারির প্রতি পোলিশ তারকা ফুটবলারের ব‍্যবহার দেখে তাকে দুই ম‍্যাচ ব‍্যান করেছিলেন। (Barcelona)

পরবর্তী সময়ে ক্রীড়া আদালতে বিষয়টি নিয়ে যায়।এবং সেখানে সিদ্ধান্ত উপনীত হয় যে লেওয়ানডস্কির এই ম‍্যাচে খেলা নিয়ে আর কোনও সমস্যা নেই।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ওয়ানডেতে রোহিতের সাথে ইশান কিষাণকে ওপেন করতে দেখছেন গৌতম গম্ভীর 

সামার ট্রান্সফারে বার্সেলোনায় আসেন লেওয়ানডস্কি বায়ার্ন ছেড়ে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। এখনও অবধি ১৯ টা ম‍্যাচ খেলেছিলেন তিনি, করেছেন ১৮ টা গোল এবং ৪ টে অ্যাসিস্ট। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের তুলনায় দুই পয়েন্ট নিয়ে এগিয়ে আছে তারা।

এবারের বিশ্বকাপটা পোল‍্যান্ডের হয়ে একেবারেই নজরকাড়া ফুটবল খেলতে পারেননি লেওয়ানডস্কি। রাউন্ড  অফ সিক্সটিন থেকেই বিদায় নেয় পোল‍্যান্ড। চার ম‍্যাচে দুটো গোল করার পাশাপাশি একটি গোল করেছিলেন লেওয়ানডস্কি। এবার বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটিয়ে ক্লাব ফুটবলে ছন্দে ফেরাটাই লক্ষ‍্য লেওয়ার।

আরও পড়ুনঃ Rishabh Pant : পন্তের চোটাঘাত নিয়ে বিস্তারিত জানালো BCCI