Barcelona : লেওয়ানডস্কির উত্তরসূরী হিসেবে এই ব্রাজিলিয়ান বিস্ময়কে চিহ্নিত করলো বার্সেলোনা

0
40
Barcelona : Barcelona have identified Brazilian footballer Vitor Rakho as Robert Lewandowski's successor
Barcelona : Barcelona have identified Brazilian footballer Vitor Rakho as Robert Lewandowski's successor

Barcelona – Jeunes Footeux এর রিপোর্ট অনুযায়ী দলের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কির উত্তরসূরী হিসেবে ব্রাজিলের বিস্ময়কর ফুটবলার ভিটর রকু’কে চিহ্নিত করলো বার্সেলোনা।

১৭ বছর বয়সী এই ব্রাজিলের স্ট্রাইকার গতবছর এপ্রিল মাসে অ্যাথেলেটিকো পারেনাইন্সে যোগদান করেন। সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৩৬ টা ম‍্যাচ খেলেছিলেন তিনি, করেছেন সাতটি গোল। তাকে দলে নিতে হলে বার্সেলোনার খরচ হবে ৪০ মিলিয়ন ইউরো।‌

স্প‍্যানিশ লিগের ইতিহাসে গত কয়েক বছর নেইমার, ভিনিসিয়াস জুনিয়র এবং ক‍্যাসেমিরো দারুণ ফুটবল খেলে আসছেন। ওদেশ থেকে খুব সম্প্রতি এন্ড্রিক যোগদান করেছিলেন স্পেনের বিখ‍্যাত দল রিয়াল মাদ্রিদে। ১৬ বছর বয়সী এই ফুটবলারের জন্যে পালমেইরাসকে ৭০ মিলিয়ন ইউরো গুনতে হচ্ছে ফিওরোন্তিনো পেরেজকে। (Barcelona)

এবার দলে লেওয়ানডস্কির বিকল্প হিসেবে দীর্ঘ মেয়াদী সময়ের জন্য এই ফুটবলার কে দলে চাইছিলো বার্সেলোনা। গতবছর গ্রীষ্মে লেওয়াণগডস্কি যোগ দান করন বার্সেলোনায়। সেখানে ১৫ ম‍্যাচে খেলে ইতিমধ্যে তেরো গিল করেছেন তিনি এখনো অবধি। (Barcelona)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : উমরান ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, উদীয়মান পেসারের ভূয়সী প্রশংসায় মজলেন প্রাক্তন পাক অধিনায়ক

৩৪ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার লেওয়ানডস্কি এখনও অবধি ক্লাবের হয়ে তার দারুণ পারফরম্যান্স জারি রেখেছেন। নেদারল্যান্ডসের ফুটবলার মেম্ফিস ডিপে কে ছেড়ে দিতে চলেছে বার্সেলোনা। তার চুক্তি শেষের পথে। এরপর রকু’কে আনতে চলেছে মেসির প্রাক্তন ক্লাব।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : গত দুই বছর খুব খারাপ গেছে কোহলির, মুখ খুললেন তার ছোটবেলার কোচ