IPL 2023 Auction : বাংলাদেশের লিটন – সাকিব যোগ দিলো কলকাতা নাইট রাইর্ডাসে 

0
14
Bangladesh's Liton and Shakib joins Kolkata Knight Riders in IPL 2023 Auction
Bangladesh's Liton and Shakib joins Kolkata Knight Riders in IPL 2023 Auction

IPL 2023 Auction – শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের মিনি নিলাম থেকে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার লিটন দাস এবং সাকিব আল হাসানকে শেষ মুহূর্তে দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

নিলামের প্রথম ভাগে সাকিব এবং লিটন অবিক্রিত ছিলেন। পরবর্তী সময়ে তাদের বেস প্রাইসে তুলে নেয় লিটন এবং সাকিব কে। ৫০ লাখে লিটনকে তুললো নাইটরা, ১.৫ কোটি টাকায় এলেন সাকিব। (IPL 2023 Auction)

গত মরশুমের আইপিএলে অনুপস্থিত ছিলেন সাকিব, কিন্তু এবার প্রত‍্যাবর্তন করলেন তিনি তার পুরনো ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে। (IPL 2023 Auction)

প্রসঙ্গত, সপ্তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ করে নিলো লিটন, তার আগে মহম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, মাশরাফি মোর্তজা, শাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান এই নজির গড়েছিলেন। (IPL 2023 Auction)

মিনি নিলামের সকালে তেমন কোনও কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায়নি কলকাতা নাইট রাইডার্স’কে। এদিন বিকেলের দিকে প্রথম ক্রিকেটার হিসেবে কেকেআর দলে নেয় নারায়ণ জগদীশনকে।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বাংলাদেশের বিরুদ্ধে ব‍্যাট করার সময় হাতে বিশেষ যন্ত্র পরে নামলেন শ্রেয়স আইয়ার 

বর্তমানে, দুর্দান্ত ছন্দে আছেন জগদীশন। এবারের বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। টুর্নামেন্টের একটি ম‍্যাচের এক ইনিংসে ২৭৭ রান করেছিলেন এই তামিলনাড়ুর এই ক্রিকেটার। ঘরোয়া অথবা আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ওয়ানডে ম‍্যাচে এক ইনিংসে এতো রান করার রেকর্ড কারোর দখলে নেই। প্রথম ক্রিকেটার হিসেবে চলতি মরশুমে টানা পাঁচটা লিস্ট এ (৫০ ওভারের) ম্যাচে সেঞ্চুরী করার নজির গড়েছিলেন জগদীশন।

অবশ্য জগদীশনের আইপিএলে খেলার খুব বিশেষ একটা অভিজ্ঞতা নেই। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস তাকে দলে নিলেও প্রথম খেলার সুযোগ পান ২০২০ সালে। এদিন ২০ লাখ টাকা থেকে নিলামে তার দর ডাকা শুরু হয়, শেষ অবধি ৯০ লাখ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে তুলে নেয়।

আরও পড়ুনঃ IPL 2023 Auction : বিশ্বরেকর্ড গড়া নারায়ণ এলো কলকাতায়