IND vs BAN 2022 : ক‍্যাচ মিস মানে ম‍্যাচ মিস, ফের আরেকবার মনে করিয়ে দিলেন কে এল রাহুল

0
34
Bangladesh won the match by 1 wicket against India in IND vs BAN 2022 ODI Series
Bangladesh won the match by 1 wicket against India in IND vs BAN 2022 ODI Series

IND vs BAN 2022 – রোববার ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে ভারতের বিরুদ্ধে ১ উইকেটে রুদ্ধশ্বাস জয় পেলো বাংলাদেশ। দশম উইকেটে মেহেদী হাসান এবং মুস্তাফিজুর রহমানের হাফ সেঞ্চুরির পার্টনারশিপ সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে ভারতের জয় নিশ্চিত করে। এই ম‍্যাচ নিশ্চিত ভাবে স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে।

ম‍্যাচে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত’কে। লিটনের নেওয়া সিদ্ধান্তের যোগ‍্য সন্মান দেয় বাংলাদেশের বোলাররা। ১৮৬ তে অল আউট হয়ে যায় বাংলাদেশ। (IND vs BAN 2022)

ম‍্যাচে বাংলাদেশের হয়ে ম‍্যাজিক‍্যাল বোলিং পারফরম্যান্স দিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৫ উইকেট তুলে নিয়েছিলেন এদিন। রোহিত শর্মা (২৭) এবং বিরাট কোহলির (৯) উইকেট তুলে নেন সাকিব। এর আগে শিখর ধাওয়ানের (৭) উইকেট তুলে নিয়ে ম‍্যাচের শুরু’তেই ভারত’কে মারাত্মক চাপে ফেলে দেন মেহেদী। (IND vs BAN 2022)

সাকিব ছাড়া দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের এবাদত হোসেন। তিনি চার উইকেট নেন ম‍্যাচে। দিনটা একেবারেই ভালো ছিলো না ভারতের ব‍্যাটারদের। শুধুমাত্র ৫ নম্বরে ব‍্যাট করতে নামা কে এল রাহুলের হাফ সেঞ্চুরি করা ছাড়া এদিন ভারতের ব‍্যাটিং নিয়ে কিছু বলার নেই। ৭০ বলে ৭৩ রান করেছিলেন রাহুল, যেখানে ভারতের বাদবাকি ব‍্যাটার’রা কেউই ব‍্যক্তিগত ভাবে তিরিশ রানের গন্ডি ছুঁতে পারেনি। (IND vs BAN 2022)

এতো কম রানের পুঁজি নিয়েও ভারত জোড়ালো ঝটকা দেয়। ইনিংসের প্রথম বলে দীপক চাহার তুলে নেন ওপেনার নাজমুলের উইকেট। দশ নম্বর ওভারে সিরাজ আনামুল হকের উইকেট নেন। এরপর ৪৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ জুড়ে পরিস্থিতি সামাল দেন লিটন দাস এবং সাকিব আল হাসান। দুজনের উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুনঃ AUS vs WI 2022 : ওয়েস্ট ইন্ডিজ’কে প্রথম টেস্টে ১৬৪ রানে হারালো অস্ট্রেলিয়া

লিটন, সাকিব ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব‍্যাটিং লাইন আপ। ৪ উইকেটে ১২৪ রান থেকে বাংলাদেশের স্কোর হয়ে দাড়ায় ৯ উইকেটে ১৩৬।

এমন একটা পরিস্থিতি’র মধ্যে মেহেদী হাসান চালিয়ে খেলা শুরু করেন। ধন্দে পড়ে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা, কাকে বোলিং করতে পাঠাবেন বুঝতে পারছিলেন না তিনি। হোসেনের অপরাজিত ৪১* রানের ইনিংস বাংলাদেশ কে এই দুর্দান্ত জয় পেতে সাহায্য করেছে এই ম‍্যাচে। তবে রাহুলের দুঃস্বপ্নের কারণ হয়ে দাড়াবে ক‍্যাচ মিসটা।

আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএলের মিনি নিলাম কোন দল ঝাঁপাবে বেন স্টোকসকে নিতে ? জানালেন অশ্বিন