IND vs BAN 2022 : দ্বিতীয় ম‍্যাচেও তাস্কিন আহমেদ’কে খেলানোর ঝুঁকি নিতে চায়না বাংলাদেশ 

0
37
Bangladesh does not want to take the risk of playing Taskin Ahmed in the 2nd match of IND vs BAN 2022 Series
Bangladesh does not want to take the risk of playing Taskin Ahmed in the 2nd match of IND vs BAN 2022 Series

IND vs BAN 2022 – বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচে দলের অভিজ্ঞ পেসার তাস্কিনের আহমেদ কে খেলানোর ঝুঁকি নিতে চাইছেনা বাংলাদেশ।

রোববার সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচ খেলা হয়েছিল। সংশ্লিষ্ট ম‍্যাচে এক উইকেটে জয়লাভ করেছিল বাংলাদেশ। এর ফলে ৩ ম‍্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব‍্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। (IND vs BAN 2022)

এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছিলেন তাস্কিন। অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ৮ উইকেট নেন। টুর্নামেন্টের পঞ্চম স্থানে শেষ করেছিল টাইগাররা। (IND vs BAN 2022)

২০১৪ সালে ভারতের বিপক্ষে ওডিআই অভিষেক হয়েছিল এই ডান হাতি পেসারের। প্রথম ম‍্যাচে ৫ উইকেট নিয়ে সকলের নজরে পড়ে যান তিনি। এবছর সবধরনের ফর্ম‍্যাট মিলিয়ে ৯ ম‍্যাচে মোট ১২ উইকেট নেন। সাউথ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়ের ম‍্যাচে ৫ উইকেট নেন। (IND vs BAN 2022)

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : সৌদি আরবের ক্লাবে আদৌও যোগ দিচ্ছেন তিনি ? নিরাবতা ভাঙলেন রোনাল্ডো

বুধবার ভারত – বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচেও তাস্কিন আহমেদ কে না খেলানো হতে পারে। রোববার প্রথম ম‍্যাচেও প্রথম একাদশে ছিলেন না এই ইনফর্ম পেসার। ম‍্যাচের আগের সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন –

“তিন চারদিন আগে ইঞ্জেকশন নিয়েছিলো তাস্কিন। কাল জিম করেছে, আজ পাঁচ ছয় ওভার বোলিং করেছিল। আমরা নিশ্চিত নই ওকে খেলানোর ঝুঁকি নেওয়ার ব্যাপারে।

প্রচুর ক্রিকেট খেলার আছে সামনে। বেশ কিছু টেস্ট ম্যাচ’ও আছে। এই অবসরে অন‍্যান‍্য বোলারদের দেখে নেওয়া যাচ্ছে। তাই তাস্কিন’কে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইনা, তবে বলবো খুব শীঘ্রই সেরে উঠছে ও।”

তাস্কিন না থাকায় মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন এবং নুরুল হোসেন বাংলাদেশের পেস বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। প্রথম ম‍্যাচে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, চার উইকেট নিয়েছেন এবাদত হোসেন। বাংলাদেশ ক্রিকেট লিগের ম‍্যাচ খেলাকালীণ চোট পেয়েছিলেন তাস্কিন আহমেদ।

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : দ্বিতীয় ওডিআইয়ে খেলতে নামার আগে ড্রেসিংরুমে জন্মদিন পালন করা হলো ধাওয়ান এবং শ্রেয়স আইয়ারের