India VS Bangladesh 2022 – আগামী ৪ ই ডিসেম্বর থেকে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে দল ঘোষণা করলো বাংলাদেশ। দলের নেতৃত্বে তামিম ইকবাল। ওডিআই দলে প্রত্যাবর্তন করলেন সাকিব আল হাসান। এর আগে জিম্বাবোয়ে সফরে ওডিআই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব।
মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম এবং শরিফুল ইসলামের সুযোগ হয়নি দলে, তাদের বদলে এলেন ইয়াসির আলি, সাকিব আল হাসান এবং এবাদত হোসেন। (India VS Bangladesh 2022)
অধিনায়ক তামিম ওপেন করবেন বর্তমানে দারুণ ফর্মে থাকা লিটন দাসের বিরুদ্ধে। এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে এই উইকেট কিপার – ব্যাটার ভারতের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে ঝোড়ো ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ভারতের বিরুদ্ধে ৫০ ওভারের খেলাতেও দারুণ পারফরম্যান্স দিয়েছেন লিটন, ২০১৮ সালে ৫০ ওভারের এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন তিনি। (India VS Bangladesh 2022)
Outstanding play by Litton Das! #BCB | #Cricket | #T20WorldCup | #BANvIND pic.twitter.com/N0k4MmiZFR
— Bangladesh Cricket (@BCBtigers) November 2, 2022
Update: Team India (Senior Men) and India A squad for Bangladesh tour announced.
— BCCI (@BCCI) November 23, 2022
Mored details here – https://t.co/VnBdNf60mN #TeamIndia
বাংলাদেশ দলে আছেন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা। যারা সেদেশের টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে অপ্রাসঙ্গিক। এই ওডিআই সিরিজে বাংলাদেশের তরফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তারা।
এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তরফে নজরকাড়া বোলিং পারফরম্যান্স দেওয়া তাস্কিন আহমেদ, এই সিরিজের বাংলাদেশের বোলিং বিভাগের অন্যতম মুখ। ঘরের মাঠের চরিত্রের ফায়দা তুলতে চাইবেন নাসুম আহমেদ এবং মেহেদী হাসান। তাদের সঙ্গত দেবেন সাকিব।
এই তিন ম্যাচের ওডিআই সিরিজ কিন্তু ওডিআই ওয়াল্ড কাপ সুপার লিগের অংশ নয়। তবে আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপ, যা ভারতে অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতি মঞ্চ হিসেবে এখানে নিজেদের সেরাটা দেবে দুই দল।
সাম্প্রতিক কালে বাংলাদেশের ওডিআই খেলার অভিজ্ঞভা ভালো নয়। গত আগষ্ট মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজে হেরে গেছিলো তারা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ’কে তাদের ঘরের মাঠে দাপটের সাথে ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করেছিল টাইগার’রা।
ভারত শেষ বার বাংলাদেশ সফরে গেছিলো ২০১৫ সালে। সেবার ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ হেরে গেছিলো তারা।
Bangladesh Squad for India VS Bangladesh 2022 :
Tamim Iqbal (Captain), Litton Kumer Das, Anamul Haque Bijoy, Shakib Al Hasan, Mushfiqur Rahim, Afif Hossain, Yasir Ali Chowdhury, Mehidy Hasan Miraz, Mustafizur Rahman, Taskin Ahmed, Hasan Mahmud, Ebadot Hossain Chowdhury, Nasum Ahmed, Mahmudullah Riyad, Najmul Hossain Shanto, Nurul Hasan Sohan.