
BAN vs IND 2022 – ভালো শুরুয়াত গুলো কাজে লাগানো উচিত শুভমান গিলের। নাহলে রোহিত শর্মা একবার দলে ফিরলে প্রথম একাদশে স্থান করে নেওয়া মুস্কিল হবে তার। এমনটাই বলেছেন মহম্মদ কাইফ।
চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০ রান করে আউট হয়ে গেছিলেন শুভমান গিল। পরবর্তী সময় দারুণ প্রত্যাবর্তন করেছিলো ভারত, ৪৮/৩ থেকে পৌঁছে গেছিলো ২৭৮/৬। (BAN vs IND 2022)
Sony Sports এর আলোচনায় মহম্মদ কাইফের পারফরম্যান্সের ব্যাপারে জানতে চাওয়া হলে কাইফ বলেন, (BAN vs IND 2022)
“ওপেন করতে নেমে সেট হয়ে যাওয়ার পর এরকম খেললে কিন্তু একবার রোহিত শর্মা দলে ফিরলে জায়গা পাওয়া মুস্কিল হয়ে যাবে শুভমান গিলের। এখনও অবধি ২২ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে শুভমান, একটাও সেঞ্চুরি করতে পারেনি। সর্বোচ্চ স্কোর ৯১ রান। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েও ফিরে এসেছে।”
কাইফের বক্তব্য এরকম ভাবে আউট হওয়ার জন্যে গিলকে দায় নেওয়া উচিত। কাইফের বক্তব্য,
“ওপেনার হিসেবে সবার মাথায় থাকে সেট হয়ে গেলে ২০-৩০ রান করার পর বড়ো স্কোর করার। বিরাট কোহলি শুরু’তে আউট হয়ে গেছিলো, সেটা ঠিক আছে, কারণ সে বলের লাইনটা বুঝে উঠতে পারেনি। কিন্তু শুভমান তো সেট ছিলো, এছাড়া অনেক গুলো ডেলিভারি খেলা হয়ে গেছিলো ওর।”
Shubman Gill in Tests:
— rajdeep das (@rajdeepcric) December 14, 2022
Runs Dismissals
0-10 6
11-20 4
21-30 2
31-40 1
41-50 5
51-60 1
60+ 1
Shubman Gill averages 30 in 22 inns in Tests, a total of 599 runs without a century. However, his first-class average is whopping 54 and India will continue to back their talent. Interestingly, VVS Laxman had 543 in his first 22 inns at an average of 27 and no hundreds. #BANvIND
— Farid Khan (@_FaridKhan) December 14, 2022
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : সূর্য কুমার যাদবকে টপকে গেলেন শ্রেয়স আইয়ার
৪০ টা বল খেলে ফেলেছিলেন গিল, তাইজুল ইসলামের বলে প্যাডেল স্যুইপ চালাতে গিয়ে ক্যাচ আউট হন। ক্যাচ নেন ইয়াসির আলী। ফাস্ট স্লিপ থেকে লাস্ট স্লিপে গিয়ে দারুণ ক্যাচ ধরেন আলী। (BAN vs IND 2022)
গিল কে চিন্তিত কাইফ, তবে তার প্রতিভার প্রতি অগাধ আস্থা আছে তার। তিনি বলেছেন,
“শুভমান গিল অসাধারণ একজন ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে যদি তার রেকর্ড দেখা হয়, তাহলে এক কথায় অসাধারণ। পঞ্চাশের কাছে গড়। ভালো ফর্মে আছে, ওয়ানডেতেও ধারাবাহিক ভাবে ভালো খেলছে।”
কাইফের মতে এখনই গিলকে কোনও উদ্ভাবনী শট খেলা উচিত নয়, যতো সময় সে সেটাকে ভালো ভাবে রপ্ত করছে। তিনি বলেছেন,
“গিল আক্রমণাত্মক ব্যাটার। চালিয়ে খেলতে ভালোবাসে। নিত্য নতুন শট আবিস্কারের চেষ্টা করে। এখনকার ক্রিকেটারেরা সবাই ল্যাপ শট খেলেই, কিন্তু গিলের উচিত আগে সেই শট ভালো করে রপ্ত করা।”
এখনও অবধি ২২ টেস্ট ইনিংস খেলেছিলেন গিল। করেছেন ৫৫৯ রান ২৯.৯৫ গড়ে। প্রথম শ্রেণীর ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটের তার গড় এরচেয়ে তুলনামূলক ভাবে অনেক ভালো, যথাক্রমে ৫৩.২৪ এবং ৫৭.২৫।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ‘মেসিকে ভয় পাইনা আমরা’: ফাইনালের আগে আর্জেন্টিনাকে হুমকি থিও হার্নান্দেজের