BAN vs IND 2022 : একই দিনে চার চারটে ক‍্যাচ মিস করলেন, অবাক নেটিজেনরা 

0
32
BAN vs IND 2022 Virat Kohli's poor performance in Test cricket continues
BAN vs IND 2022 Virat Kohli's poor performance in Test cricket continues

BAN vs IND 2022 – টেস্ট ক্রিকেটে খারাপ পারফরম্যান্স জারি আছে বিরাট কোহলির। ২০২২ সালের টেস্ট ক্রিকেটে তেমন উল্লেখযোগ‍্য কিছুই করে উঠতে পারেননি তিনি। সাদা বলের ক্রিকেটে তার ভাগ‍্যবদল হলেও, এবছর টেস্ট ক্রিকেটে হয়তো, সেটা অধরাই থেকে গেলো।

চলতি বছরে ওডিআইতে সেঞ্চুরির খড়া কাটিয়েছিলেন কোহলি। তবে টেস্ট সেঞ্চুরির জন্য আগামী বছরের দিকেই আপাতত তাকিয়ে থাকতে হবে এই তারকা ভারতীয় ক্রিকেটারের। টেস্টে ব‍্যাট হাতে হতাশজনক পারফরম্যান্স তো দিয়েই এসেছিলেন এতোদিন, এবার ক‍্যাচ নিতেও ব‍্যর্থ হচ্ছেন তিনি। শনিবার একদিনে চার চারটি ক‍্যাচ হাতছাড়া করলেন কোহলি, তার মতো ক্রিকেটারের থেকে সচরাচর এমনটা দেখা যায়না কখনও। তাই স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় হতাশা ঝেড়ে ফেলেছিলেন ফ‍্যানেরা (BAN vs IND 2022)

প্রসঙ্গত, তৃতীয় দিনের খেলা শেষবেলার খেলা জমিয়ে দিলো বাংলাদেশের স্পিনাররা। তাদের স্পিনের জালে জড়িয়ে ম‍্যাচে দুর্দান্ত প্রত‍্যাবর্তন করলো বাংলাদেশ। ১৪৫ রানের জয়ের লক্ষ‍্য তাড়া করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

শনিবার খেলার শুরুতে ভালো বোলিং করেছিল ভারতীয় ক্রিকেট দল। তারই সুবাদে ২৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এর ফলে ভারতের চলতি টেস্ট সিরিজ ২-০ ব‍্যবধানে জেতাটা এখন খালি সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছিলো ক্রিকেট বোদ্ধারা। (BAN vs IND 2022)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : আউট হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটারদের ঝামেলায় জড়ালেন কোহলি, সামাল দিলেন সাকিব, দেখুন ভিডিও 

এরকম একটি পরিস্থিতির মধ্যে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দিলেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। ১২ রানের ব‍্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের গোটা খেলার নক্সাটা বদলে দেয়। পরিস্থিতি এখন এমনই যে ম‍্যাচে ভারতকে জিততে হলে ১০০ রান করতে হবে, হাতে রয়েছে ৬ উইকেট। (BAN vs IND 2022)

১৪৫ রান তাড়া করতে নেমে খুব দ্রুত আউট হয়ে যান ভারত অধিনায়ক কে এল রাহুল। মাত্র ২ রান করে সাকিব আল হাসানের হাতে তালুবন্দি হন রাহুল, শুরুতেই উইকেট পেয়ে ম‍্যাচে জাঁকিয়ে বসে বাংলাদেশ। (BAN vs IND 2022)

খুব বেশি সময় ব‍্যাট করতে পারেননি চেতেশ্বর পূজারা (৬)। মেহেদীর লেংথ ব‍্যাকের ডেলিভারি সামাল দিতে গিয়ে বল ইনসাইড এজ হয়ে তালুবন্দি হয় উইকেট কিপারের হাতে ধরা পড়ে। এরপর মেহেদীর বল বুঝতে ভুল করে আউট হয়ে যান শুভমান গিল (৭), বলা চলে উইকেট টা উপহার দিয়েছেন তিনি। দলের প্রয়োজনের দিন বিশেষ নির্ভরতা দিতে ব্যর্থ বিরাট কোহলি (১)। টানা ৪ উইকেট হারিয়ে বর্তমানে রীতিমতো চাপের মধ্যে আছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিজে আছেন আক্সার প‍্যাটেল (২৬*) এবং নাইট ওয়াচম‍্যান জয়দেব উনাদকাট (৩)।

আরও পড়ুনঃ Shahid Afridi : পাকিস্তানের জাতীয় দলের নির্বাচক প্রধানের পদে এলেন শাহিদ আফ্রিদি