BAN vs IND 2022 : শান্ত’র কীর্তি দেখে ক্ষেপে লাল কোহলি, দেখুন ভিডিও

0
32
BAN vs IND 2022 : Virat Kohli Loses Cool, Gets Angry on Najmul Shanto During 2nd Test at Dhaka (WATCH VIDEO)
BAN vs IND 2022 : Virat Kohli Loses Cool, Gets Angry on Najmul Shanto During 2nd Test at Dhaka (WATCH VIDEO)

BAN vs IND 2022 – শুক্রবার ভারত – বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নামার পর মাঠে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

বাংলাদেশের প্রথম ইনিংসে তোলা ২২৭ রানের জবাবে ভারত ১০ উইকেটে ৩১৪ রান তুলেছিলো এদিন। মাত্র সাত রান করে বিনা কোনও উইকেট হারিয়ে মাঠ ছাড়ে টাইগাররা, এদিনের খেলার শেষের দিকে ভারতীয় ক্রিকেটারদের সাথে খানিকটা তপ্ত বাক‍্য বিনিময়ে হয় বাংলাদেশের ব‍্যাটারদের। (BAN vs IND 2022)

ওই সময় বাংলাদেশের ওপেনার শান্ত জলপান বিরতি চলাকালীন ব‍্যাট বদলের আর্জি জানায় সতীর্থদের কাছে। এরপর শান্ত চারটি ব‍্যাট পরখ করে যে ব‌্যাটে খেলে যাচ্ছিলেন সেটা নিয়েই খেলার জন্যে উদ‍্যত হন। শান্ত’র কীর্তি অশান্ত করে তুলেছিলো ভারতীয় শিবির কে। অন ফিল্ড আম্পায়ারদের কাছে বাংলাদেশের ব‍্যাটারদের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ তোলেন ভারতের স্ট‍্যান্ড ইন ক‍্যাপ্টেন কে এল রাহুল। (BAN vs IND 2022)

বিরক্ত হন কোহলি, অশ্বিন।বাংলাদেশের ব‍্যাটারদের এমন ভাবে সময় নষ্ট করার স্ট্রাটেজি। তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। দিনের অন্তিম ওভারে শান্ত জুঁতোর ফিতে বাধছিলেন। তার কীর্তি দেখে রেগে লাল কোহলি বলেন, এবার জামা খুলে ফেলো। পরবর্তী সময়ে হতাশ কোহলির, শান্তর উদ্দেশ্যে বলা এই কথার ভিডিও ভীষণ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। (BAN vs IND 2022)

আরও পড়ুনঃ IPL 2023 : KKR এ যোগ দিয়েই CSK সম্পর্কে ক্ষোভ উগড়ে দিলেন জগদীশন, জানুন বিস্তারিত

এদিন, ঋষভ পন্তের ১০৪ বলে ৯৩ রানের ইনিংস এবং শ্রেয়স আইয়ারের ১০৫ বলে ৮৭ রানের ইনিংসের উপর নির্ভর করে ঢাকায় টেস্টের দ্বিতীয় ম‍্যাচে লড়াইয়ে ফিরলো ভারত। দুজন মিলে এদিন পঞ্চম উইকেটে জুড়েছিলো ১৫৯ রান। যার উপর নির্ভর করে ৯৪/৪ থেকে ২৫৩/৪ পৌঁছে ছিলো ভারত। পরবর্তী সময়ে ৭৯ রানে ৪ উইকেট নিয়েছিলো বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, পরবর্তী সময়ে ৩১৪ রানে অল আউট হয়ে যায় ভারত।

 ৬১ রানে ইনিংসের শেষ ৬ উইকেট হারিয়েছিলো ভারত। কিন্তু ততটা সময় ম‍্যাচে ৮৭ রানের লিড পেয়ে গেছিলো ভারত। দ্বিতীয় দিনের খেলার শেষ ছয় ওভারে বাংলাদেশের স্কোর ৭ রান বিনা কোনও উইকেট হারিয়ে। (BAN vs IND 2022)

ম‍্যাচের প্রথম সেশনে দাপট বজায় ছিলো বাংলাদেশের। তাইজুল ইসলাম একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংস থেকে খেলার র‌ং বদলে দিয়েছিলেন ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার। ব‍্যাট হাতে এই দুই ভারতীয় ব‍্যাটার কার্যত খাঁদের কিনারা থেকে তুলে ধরে টিম ইন্ডিয়া’কে।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : শর্টবলের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা হয়না তার, দাবী শ্রেয়স আইয়ারের