
BAN vs IND 2022 – এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলছে ভারত। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা জারি ‘শের ই বাংলা’ স্টেডিয়ামে। দ্বিতীয় দিনের খেলা চলার মাঝে কোহলির রোষানলে পড়লেন ঋষভ পন্ত। আসলে তার’ই ভুলে ম্যাচে রান আউট হতে বসেছিলেন বিরাট কোহলি।
লাঞ্চ ব্রেকে যাওয়ার আগের বলে ঘটনা।স্ট্রাইকে ছিলেন কোহলি। মিড অনে ফ্লিক করেন তিনি।সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু পন্ত তাকে ফের ক্রিজে পাঠান। কোহলি কোনও মতে ডাইভ দিয়ে ক্রিজে ঢোকেন। এরপর রাগত চোখে পন্তের দিকে তাকান এই তারকা ভারতীয় ব্যাটার। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (BAN vs IND 2022)
Charisma 🥵🔥🔥🔥🔥 Cinema ah aazha vaa Thalaiva @imVkohli pic.twitter.com/uZTZI3NyKP
— Vɪʀᴀᴛ ᴇʟᴀɴɢᴏ🇮🇳🏂/82* MCG (@ElangoAKist) December 23, 2022
This look of kohli is enough to make u shiver . #kohli #ViratKohli #INDvBAN pic.twitter.com/4q5ntQhh30
— Aditya (@aditya__here) December 23, 2022
Pant itna aalsi hai ki kohli bhi usko nhi bhaga pata 😂😂 pic.twitter.com/h1iKf0gBJt
— Aditya (@aditya__here) December 23, 2022
অবশ্য পন্তের প্রতি এই প্রথম বার চটলেন কোহলি, এমনটা নয়। এর আগেও একবার এবছর জানুয়ারি মাসে সাউথ আফ্রিকা সফরে তৃতীয় ওডিআই ম্যাচে খেলা চলাকালীন গোল্ডেন ডাক হওয়ার পর কোহলি রাগত চোখে দেখেছিলেন পন্তকে। (BAN vs IND 2022)
আসা যাক ম্যাচের প্রসঙ্গে। দ্বিতীয় দিন লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ভারতের স্কোর ৩৬ ওভারে ৮৬ রান, ৩ উইকেটে। ৬৫ বলে ১৮ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।
১৪ বলে ১২ রান* করে অপরাজিত আছেন ঋষভ পন্ত। (BAN vs IND 2022)
সকালের সেশনে ভারতের তিন উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের তাইজুল ইসলাম। ১৪ তম ওভারে কে এল রাহুল (১০) কে আউট করেন তিনি, এর ১২ বল বাদে শুভমান গিলের (২০) উইকেট নেন।
এদিন অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসেবে চেতেশ্বর পূজারা টেস্ট ক্রিকেটে ৭০০০ রান করেছিলেন। তিনি তৃতীয় শিকার তাইজুলের, মোমিনুল হক তাকে তালুবন্দি করেন।