
BAN vs IND 2022 – বৃহস্পতিবার ঢাকায় ভারত – বাংলাদেশ টেস্ট ম্যাচের প্রথম দিন বিধ্বংসী মেজাজে বোলিং করলেন অভিজ্ঞ ভারতীয় পেসার উমেশ যাদব।
এদিন ১৫ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন উমেশ। তার উইকেট শিকারের তালিকায় আছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান এবং তাস্কিন আহমেদের উইকেট তুলে নিয়েছিলেন তিনি।ফলে ২২৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। (BAN vs IND 2022)
চোটের কারণে মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ বাংলাদেশ সফরের খেলতে পারছেন না। তাদের অবর্তমানে অভিজ্ঞ ভারতীয় পেসার উমেশ যাদবের বোলিং দারুণ নির্ভরতা দিচ্ছে টিম ইন্ডিয়াকে। তাই বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনের খেলা শেষে সোশ্যাল মিডিয়া ভূয়সী প্রশংসা করেছেন উমেশের। (BAN vs IND 2022)
এদিন, ভারতীয় বোলারদের বোলিং দাপটে লন্ডভন্ড বাংলাদেশ। চারটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদব। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৭৩.৫ ওভার ব্যাট করে ১০ উইকেট বাংলাদেশ তুলেছে ২২৭ রান। ম্যাচে কূলদীপ যাদবের বদলে ১২ বছর পর টেস্ট দলে কামব্যাক করেছিলেন জয়দেব উনাদকাট, তিনিও ৫০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এদিন।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মোমিনুল হক (৮৪) ছাড়া কোনও বাংলাদেশের ব্যাটার এদিন তিরিশ রানের গন্ডি পেরোতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট তুলে গেছেন ভারতীয় বোলাররা। (BAN vs IND 2022)
চতুর্থ উইকেটে মোমিনুল এবং মুশফিকুর রহিমের লড়াই খানিকটা আশা জাগিয়েছিলো বাংলাদেশের, কিন্তু তা বেশি সময়ের জন্য স্থায়ী হয়নি। বাংলাদেশের শেষ ৫ উইকেট পড়েছিলো মাত্র ১৪ রানে। (BAN vs IND 2022)
অবশ্য খেলার প্রথম সেশনে বিস্তর লড়াই হয়েছে এদিন। বাংলাদেশ যখন লাঞ্চে যায়, তখন টাইগারদের দলের স্কোর ৮২ রানে ২ উইকেট। অবশ্য দ্বিতীয় ওভারেই জাকির হাসানের উইকেট তুলে নেওয়ার সম্ভাবনা তৈরী করেছিল উমেশ যাদব। কিন্তু সিরাজ, সেই ক্যাচ তালুবন্দী করতে পারেননি, তার কাঁধে হাল্কা জড়তাও লক্ষ্য করা যায়। (BAN vs IND 2022)
🔥 TOP CLASS! @y_umesh was breathing fire today.
— The Bharat Army (@thebharatarmy) December 22, 2022
👏 A fine 4-fer for him in the first innings!
📷 AP • #UmeshYadav #INDvBAN #BANvIND #TeamIndia #BharatArmy pic.twitter.com/mvyeIbkW5f
15-4-25-4 by Umesh Yadav. James Anderson like figures. Is age 35 the new 25 for Test pace bowlers?
— Iceland Cricket (@icelandcricket) December 22, 2022
Finally numbers telling how amazingly Umesh Yadav bowled today.
— TinTin (@pranit_19) December 22, 2022
Fantastic bowling by Umesh Yadav… 15 overs 25 runs and 4 wickets… #INDvsBAN #BANvsIND #ViratKohli𓃵
— Suryansh (@Suryansh1329) December 22, 2022
Umesh Yadav’s SR at Asia is better than Imran Khan and Wasim Akram and he’s only behind Waqar Younis and Shoaib Akhtar.
— Avinash (@imavinashvk) December 22, 2022
He’s such an underrated fast bowler in Asian conditions. Deserves more respect and recognition. #BANvIND pic.twitter.com/D8aBllNF9P
প্রত্যাবর্তনের টেস্টের শুরুতেই নজর কাড়েন জয়দেব উনাদকাট, হাসানের(১৫) উইকেট তুলে নিয়ে। ঠিক তার পরের ওভারেই অশ্বিন তার স্পিনের জালে ফাঁসান নাজমুল হোসেন শান্তকে (২৪)। (BAN vs IND 2022)
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : সাত বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাবেই যোগ দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমূখী মেজাজে ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু খুব বেশি সময় ক্রিজে সময় কাটাতে পারেননি তিনি। এরপর মোমিনুল এবং মুশফিকুর লড়াইয়ে ফেরানোর চেষ্টা করে বাংলাদেশ’কে। মোমিনুল হাফ সেঞ্চুরি করে ফেলেন। ধীরে ধীরে যখন ভারতীয় বোলারদের উপর ঝাঁকিয়ে বসা শুরু করেছেন এই জুঁটি ঠিক তখনই উনাদাকাট মুশফিকুর রহিমের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরায় ভারতকে।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও কোন্দল এ জড়ান লিটন দাস এবং মহম্মদ সিরাজ।সিরাজের পরপর দুই বলে একটি চার এবং একটি ছক্কা মারেন তিনি। যদিও পরে অশ্বিন ২৫ রানে ড্রেসিংরুমে ফেরান দাসকে। প্রথম দিনের খেলায় যখন চা পান বিরতিতে যায় বাংলাদেশ, তখন তাদের স্কোর ১৮৪ রান, ৫ উইকেটে। তখন নিজের ইনিংস আগলে রেখেছেন মোমিনুল। অবশ্য তৃতীয় সেশনে খুব বেশি সময় আর ব্যাট করতে পারেনি বাংলাদেশ। অশ্বিনের ক্যারম বলের বিরুদ্ধে পরাস্ত হন মোমিনুল। ২২৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
এরপর আট ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিলো ভারত। ১৯ রান তুলেছিলো টিম ইন্ডিয়া বিনা কোনও উইকেট হারিয়ে। ক্রিজে আছেন কে এল রাহুল (৩*) এবং শুভমান গিল (১৪*)। এর মাঝে এলবিডব্লিউ হয়েছিলেন রাহুল, যদিও ডিআরএস নিলে দেখা যায় তিনি নট আউট।
India (Playing XI): KL Rahul(c), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Rishabh Pant(w), Shreyas Iyer, Axar Patel, Ravichandran Ashwin, Jaydev Unadkat, Umesh Yadav, Mohammed Siraj
Bangladesh (Playing XI): Najmul Hossain Shanto, Zakir Hasan, Mominul Haque, Litton Das, Mushfiqur Rahim, Shakib Al Hasan(c), Nurul Hasan(w), Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Taskin Ahmed