BAN vs IND 2022 – বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে ভারত – বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচে কূলদীপ যাদব সুযোগ না পাওয়ায় অবাক হয়েছেন সুনীল গাভাস্কার। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন কূলদীপ যাদব।
কূলদীপের বাদ পড়ার বিষয়টি ‘অবিশ্বাস্য’ ঠেকেছে সুনীল গাভাস্কার। সুনীল চেয়েছিলেন আক্সার প্যাটেল অথবা রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে কাউকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টে কূলদীপকে খেলানো উচিত ছিলো। (BAN vs IND 2022)
Sony Sports Network এর একটি আলোচনায় গাভাস্কার বলেছেন,
“গত ম্যাচের সেরা ক্রিকেটার এই ম্যাচে বাদ, বিষয়টি খুবই অবিশ্বাস্য। আমার আরও অনেক কিছু বলতে ইচ্ছা করছে। প্রথম টেস্ট ম্যাচের তিন স্পিনারের মধ্যে ২০ টা উইকেটের মধ্যে আটটি উইকেট নিলেন যিনি তাকেই বাদ দেওয়া হলো এই ম্যাচে। আমার মতে অশ্বিন অথবা আক্সার প্যাটেলের মধ্যে যেকোনো একজনকে বাদ দেওয়া উচিত ছিলো, কূলদীপের খেলা উচিত ছিলো এই ম্যাচে।”
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন কূলদীপ, এছাড়া ৪০ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। ২২ মাস পর টেস্টের দলে ফিরেই ১১৩ রান দিয়ে ৮ উইকেট নিয়ে ‘ম্যাচের সেরা’ নির্বাচিত হয়েছিলেন তিনি। (BAN vs IND 2022)
Sunny Gavaskar upset with Kuldeep Yadav being dropped. Calls the decision 'unbelievable' and then says he want to use a far stronger word. #INDvBAN
— Meha Bhardwaj Alter (@Bhardwajmeha) December 22, 2022
𝐏𝐞𝐫𝐬𝐢𝐬𝐭𝐞𝐧𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐡𝐚𝐫𝐝 𝐰𝐨𝐫𝐤 𝐩𝐚𝐲𝐬 𝐨𝐟𝐟 🫡@JUnadkat last played a Test match for #TeamIndia on December 16, 2010.
— BCCI (@BCCI) December 22, 2022
After 12 years, he will be donning the whites again today.#BANvIND pic.twitter.com/ziQGecIcrE
ম্যাচে কূলদীপ যাদবের বলে জয়দেব উনাদকাটের সুযোগ হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়াটাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছেন ভারতের স্ট্যান্ড ইন অধিনায়ক রাহুল। ২০১০ সালে সাউথ আফ্রিকায় টেস্ট অভিষেকের পর ১২ বছর বাদে ফের টেস্ট খেলার সুযোগ পেয়েছেন জয়দেব।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো খেলার ফল পেলেন তিনি। সম্প্রতি সৌরাষ্ট্রের হয়ে বিজয় হাজারে ট্রফির ১০ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন উনাদকাট। প্রসঙ্গত, ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
India (Playing XI): KL Rahul(c), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Rishabh Pant(w), Shreyas Iyer, Axar Patel, Ravichandran Ashwin, Jaydev Unadkat, Umesh Yadav, Mohammed Siraj
Bangladesh (Playing XI): Najmul Hossain Shanto, Zakir Hasan, Mominul Haque, Litton Das, Mushfiqur Rahim, Shakib Al Hasan(c), Nurul Hasan(w), Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Taskin Ahmed
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বারো বছর পর টেস্ট খেলার সুযোগ পেলেন জয়দেব উনাদকাট