
হারতে-হারতে কোনওক্রমে বাংলাদেশ’কে সিরিজের দ্বিতীয় টেস্টে হারিয়ে দিয়েছে ভারত। (BAN vs IND 2022) তারপরই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। নেটিজেন’দের একাংশ তাকে বরখাস্ত করার দাবি তুলেছে।
প্রসঙ্গত, রবিবার সিরিজ শেষের পর ট্যুইটারে এক নেটিজেন ট্যুইট করে বলেন,
“কেএল রাহুল’কে দল থেকে বাদ দেওয়ার আগে রাহুল দ্রাবিড়’কে বাদ দেওয়া উচিত। উনি হয়তো দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু উনি একজন হতশ্রী জাতীয় কোচ।”
পরবর্তীতে রীতিমতো চাঁচাছোলা ভাষায় অভিনেতা সুরেশ মেনন বলেন,
“মেরুদণ্ডহীন অধিনায়ক, মেরুদণ্ডহীন কোচ। নির্বাচন প্রক্রিয়াকে হাস্যস্পদ করে তোলা হয়েছে। ক্রিকেট ভক্ত’দের সময় নষ্ট করা হচ্ছে।”
মীরপুর টেস্টে কোনওক্রমে তিন উইকেটে ভারতের জয়ের পর এক নেটিজেন তো বলে দেন,
“যারা দ্রাবিড়’কে এই বছর প্রথমবার কোচ হিসেবে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ২০১৫-১৬ সালে আমার প্রিয় রাজস্থান রয়্যালস এবং দিল্লি ডেয়ারডেভিলস’কে (এখন দিল্লি ক্যাপিটালস) ধ্বংস করতে দেখেছি।” (BAN vs IND 2022)
অপর একজন বলেন, (BAN vs IND 2022)
“কোহলি-শাস্ত্রী’র (বিরাট কোহলি ও রবি শাস্ত্রী) অধীনে বিদেশে টেস্ট জয় উদযাপন থেকে এখন রোহিত-দ্রাবিড়ের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে ১৪০ রান জয় উদযাপন করতে হচ্ছে। কী অধঃপতন।”
Spineless Captain Spineless coach #INDvBAN ….. absolute mockery of the selection process and a waste of cricket fan's time 😡😡 some players are only good for IPL.. Indian Paisa League….
— Suresh Menon (@sureshnmenon) December 25, 2022
The Senior coach needs to be a cheerleader and/or manager.
— Yash Lahoti (@YvLahoti) December 24, 2022
The U19 coach needs to be a teacher.
Rahul Dravid is a teacher and not a cheerleader.
He was forced to this position.
আরও পড়ুনঃ Luis Suarez : বন্ধু মেসির সাথে ক্রিসমাস সেলিব্রেশন করবেন সুয়ারেজ, থাকছে আরও বার্সেলোনার সতীর্থরা
Before dropping KL Rahul, BCCI should drop Rahul Dravid. He may be a great player but he is an awful national coach.
— Krishna (@Atheist_Krishna) December 25, 2022
Why does teams coached by Rahul Dravid — ipl or national make easy stuff complicated. I think viv paa @GSV1980 was right. Don't tell me we won't chase this. Tell RP17 is there, Won't lose hope #INDvsBAN
— Kushan Sarkar (@kushansarkar) December 24, 2022
Ever since Rahul Dravid has come on board, India has become a meek and submissive unit. Ravi Shastri and Kohli had forged together an aggressive outfit. He’s a nice guy no doubt, but Dravid has to go unfortunately. #BANvIND
— K Sudarshan (@SudarshanEMA) December 25, 2022
এবার আসা যাক ম্যাচ প্রসঙ্গে, (BAN vs IND 2022) রবিবার ঢাকায় রবিচন্দ্রন অশ্বিন (৪২*) এবং শ্রেয়স আইয়ারের (২৯*) অষ্টম উইকেটে ৭১ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে, বাংলাদেশ’কে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এরফলে ২-০ ব্যবধানে এই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালে খেলার পথে আরো একধাপ এগোলো ভারত