BAN vs IND 2022 : রাহুলের আগে দ্রাবিড়’কে সরানো হোক দল থেকে, বাংলাদেশ সিরিজের পর এমনই প্রস্তাব নেটিজেন’দের

0
19
BAN vs IND 2022 : ‘Spineless Captain, Spineless Coach’- Twitter Lambasts Rahul Dravid After India’s Dismal Show In Second Test
BAN vs IND 2022 : ‘Spineless Captain, Spineless Coach’- Twitter Lambasts Rahul Dravid After India’s Dismal Show In Second Test

হারতে-হারতে কোনওক্রমে বাংলাদেশ’কে সিরিজের দ্বিতীয় টেস্টে হারিয়ে দিয়েছে ভারত। (BAN vs IND 2022) তারপরই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। নেটিজেন’দের একাংশ তাকে বরখাস্ত করার দাবি তুলেছে।

প্রসঙ্গত, রবিবার সিরিজ শেষের পর ট্যুইটারে এক নেটিজেন ট্যুইট করে বলেন,

“কেএল রাহুল’কে দল থেকে বাদ দেওয়ার আগে রাহুল দ্রাবিড়’কে বাদ দেওয়া উচিত। উনি হয়তো দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু উনি একজন হতশ্রী জাতীয় কোচ।”

পরবর্তীতে রীতিমতো চাঁচাছোলা ভাষায় অভিনেতা সুরেশ মেনন বলেন,

“মেরুদণ্ডহীন অধিনায়ক, মেরুদণ্ডহীন কোচ। নির্বাচন প্রক্রিয়াকে হাস্যস্পদ করে তোলা হয়েছে।  ক্রিকেট ভক্ত’দের সময় নষ্ট করা হচ্ছে।”

মীরপুর টেস্টে কোনওক্রমে তিন উইকেটে ভারতের জয়ের পর এক নেটিজেন তো বলে দেন,

“যারা দ্রাবিড়’কে এই বছর প্রথমবার কোচ হিসেবে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ২০১৫-১৬ সালে আমার প্রিয় রাজস্থান রয়্যালস এবং দিল্লি ডেয়ারডেভিলস’কে (এখন দিল্লি ক্যাপিটালস) ধ্বংস করতে দেখেছি।” (BAN vs IND 2022)

অপর একজন বলেন, (BAN vs IND 2022)

“কোহলি-শাস্ত্রী’র (বিরাট কোহলি ও রবি শাস্ত্রী) অধীনে বিদেশে টেস্ট জয় উদযাপন থেকে এখন রোহিত-দ্রাবিড়ের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে ১৪০ রান জয় উদযাপন করতে হচ্ছে। কী অধঃপতন।”

আরও পড়ুনঃ Luis Suarez : বন্ধু মেসির সাথে ক্রিসমাস সেলিব্রেশন করবেন সুয়ারেজ, থাকছে আরও বার্সেলোনার সতীর্থরা

এবার আসা যাক ম্যাচ প্রসঙ্গে, (BAN vs IND 2022) রবিবার ঢাকায় রবিচন্দ্রন অশ্বিন (৪২*) এবং শ্রেয়স আইয়ারের (২৯*) অষ্টম উইকেটে ৭১ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে, বাংলাদেশ’কে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এরফলে ২-০ ব্যবধানে এই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপ ফাইনালে খেলার পথে আরো একধাপ এগোলো ভারত