BAN vs IND 2022 – চট্টগ্রামে ভারত – বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ। বাংলাদেশের ওপেনারের নাজমুল হাসান শান্তকে গোল্ডেন ডাকে ফেরালেন অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তাও আবার ইনিংসের প্রথম বলে।
সিরাজের অফস্টাম্পের আউট সাইডে গুড লেংথের ডেলিভারি সামাল দিতে পারেননি শান্ত। আউটসাইড এজ হয়ে যান। ক্যাচ নেন ভারতের উইকেট কিপার – ব্যাটার ঋষভ পন্ত। বাঁ দিকে ঝাপিয়ে অসাধারণ ক্যাচ নিয়েছেন তিনি। (BAN vs IND 2022)
অবশ্য বাংলাদেশের বিপর্যয়ের এখানে শেষ নয়, এরপর আউট হয়ে ফেরেন ইয়াসির আলী। ১৭ বলে ৪ রান করে উমেশ যাদবের হাতে পরাস্ত হন তিনি।পরপর দুই উইকেট হারিয়ে রীতিমতো এখন চাপে বাংলাদেশ। (BAN vs IND 2022)
এর আগে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি ব্যাটার এই ব্যাটার এদিন ১১৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন।
shanto out for duck pic.twitter.com/zoCplhNqMd
— cricanalyst (@cricanalyst4) December 15, 2022
#TeamIndia all out for 404 in the first innings.
— BCCI (@BCCI) December 15, 2022
Half-centuries for Cheteshwar Pujara (90), Shreyas Iyer (86) & Ashwin Ravi (58)👏 👏
Valuable 40s from Rishabh Pant (46) and Kuldeep Yadav (40)@mdsirajofficial into the attack gets a wicket on the first delivery.#BANvIND pic.twitter.com/4esaKrTtfi
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : কোহলির রান করার খিদে কেমন জানেন ভারত কোচ রাহুল দ্রাবিড়
অষ্টম উইকেটে কুলদীপ যাদবের সাথে জুঁটিতে জুড়েছিলেন গুরুত্বপূর্ণ ৯২ রান। গোটা সেশন জুড়ে বেশ নিয়ন্ত্রিত ব্যাট করেছেন এই অফ স্পিনার। (BAN vs IND 2022)
ম্যাচে যেখানে ভারতের তিন প্রথম সারির ব্যাটার শুভমান গিল (২০), কে এল রাহুল (২২) এবং বিরাট কোহলি ব্যর্থ তখন, এমন কঠিন মূহুর্তে অশ্বিনের এহেন ব্যাটিং পারফরম্যান্স দেখে পুলকিত ভারতীয় ক্রিকেট সমর্থক’রা।
অশ্বিনের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি কুলদীপের ইনিংস’ও প্রশংসনীয়। ১১৪ বলে ৪০ রান করেছেন তিনি পাঁচটি চার সহযোগে। দুজন মিলে ভারতের স্কোর কে ৪০৪ রানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এদিন। এবার তাদের বোলিং পারফরম্যান্সের দিকে নজর থাকবে।
India (Playing XI): Shubman Gill, KL Rahul(c), Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant(w), Axar Patel, Ravichandran Ashwin, Kuldeep Yadav, Umesh Yadav, Mohammed Siraj
Bangladesh (Playing XI): Zakir Hasan, Najmul Hossain Shanto, Litton Das, Shakib Al Hasan(c), Mushfiqur Rahim(w), Yasir Ali, Nurul Hasan, Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Ebadot Hossain