
BAN vs IND 2022 – এবছর ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি টেস্টে দারুণ ব্যাট করছেন শ্রেয়স আইয়ার। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন ৮৬ রান করে আউট হয়েছেন তিনি।
চট্টগ্রাম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া ভারতীয় ক্রিকেট দলকে তিনি এবং চেতেশ্বর পূজারা পঞ্চম উইকেটে ১৪৯ রান জুড়ে খাদের কিনারা থেকে উদ্ধার করেছিলো দলকে। (BAN vs IND 2022)
প্রথম দিন ৮২ রানে নট আউট হয়ে মাঠ ছাড়েন শ্রেয়স আইয়ার। কিন্তু দ্বিতীয় দিন বেশি সময় খেলতে পারেননি। মোট ১৯২ বল ফেস করেছিলেন তিনি। ১০ টা চারের সহযোগে ৮৬ রান করে আউট হয়ে যান। এই ইনিংস খেলার মধ্যে দিয়ে সূর্য কুমার যাদব কে টপকে গেয়ে এবছর ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। (BAN vs IND 2022)
সূর্য এখনও ভারতের হয়ে টেস্ট অভিষেক করেননি। বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। ২০২২ সালে ৪৩ ইনিংসে ১৪২৪ রান করেছে সূর্য কুমার, এই ১৪২৪ রানের মধ্যে দিয়ে ১১৬৪ রান টি টোয়েন্টি ক্রিকেটে করেছিলেন তিনি। (BAN vs IND 2022)
এদিন শ্রেয়স এক নম্বর পজিশনে উঠে এসেছেন ৩৮ ইনিংসে ১৪৯৩ রান করে। তালিকায় তৃতীয় স্থানে আছে বিরাট কোহলি, ৩৯ ইনিংসে ১৩০৪ রান করে।
Shreyas Iyer in 2022:
— CricketMAN2 (@ImTanujSingh) December 15, 2022
•In ODIs – 724 runs, 55.69 average.
•In T20Is – 463 runs, 141.16 strike rate.
•In Tests – 310 runs, 51.66 average.
Most runs scorer for India in international cricket in this year – Sensational Shreyas! pic.twitter.com/3A6RlRhWPf
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ‘মেসিকে ভয় পাইনা আমরা’: ফাইনালের আগে আর্জেন্টিনাকে হুমকি থিও হার্নান্দেজের
প্রসঙ্গত, চট্টগ্রামে দ্বিতীয় দিন ভারতের ৩৫০ রান তোলার লক্ষ্যে পৌঁছনো বিরাট ধাক্কা খেলো শ্রেয়স আইয়ারের আউট হওয়ার সাথে। এখন যাবতীয় যা চাপ এসে পড়লো রবিচন্দ্রন অশ্বিনের উপর। কূলদীপ যাদব এবং উমেশ যাদবের’ও দলের প্রয়োজনে এখন রান করাটা জরুরি। এই প্রতিবেদন লেখাকালীণ ভারতীয় ক্রিকেট দলের স্কোর ১১৭ ওভার শেষে ৩৪০ রান, ৭ উইকেটে। অশ্বিন অপরাজিত ৩৮* রানে, কূলদীপ ১৫ রানে। (BAN vs IND 2022)
India (Playing XI): Shubman Gill, KL Rahul(c), Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant(w), Axar Patel, Ravichandran Ashwin, Kuldeep Yadav, Umesh Yadav, Mohammed Siraj
Bangladesh (Playing XI): Zakir Hasan, Najmul Hossain Shanto, Litton Das, Shakib Al Hasan(c), Mushfiqur Rahim(w), Yasir Ali, Nurul Hasan, Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Ebadot Hossain