BAN vs IND 2022 – সেই একই দৃশ্য।চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচের ন্যায় দ্বিতীয় টেস্টেও ব্যর্থ ভারতীয় ক্রিকেট দলের স্ট্যান্ড ইন অধিনায়ক কে এল রাহুল। শুক্রবার চলতি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম তার উইকেট তুলে নিয়েছিলেন। মাত্র ২৭ রান করে আউট হয়ে যান তিনি।রাহুলের আউট দিয়ে ভারতের উইকেট পতনের শুরু।
মীরপু্র টেস্টের আগে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২২ এবং ২৩ রান করে আউট হয়েছিলেন রাহুল। ভারত সেই ম্যাচে ১৮৮ রানে জিতলেও রাহুলের বিশেষ কোনও অবদান ছিলো না। দেশের হয়ে খেলা শেষ ছয় ইনিংসের একটিতেও একটা হাফ সেঞ্চুরি নেই রাহুলের। চলতি বছর জানুয়ারি মাসে তিনি শেষ পঞ্চাশ করেছিলেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে। (BAN vs IND 2022)
কর্ণাটকের ব্যাটারের এমন পারফরম্যান্সের ভরাডুবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় তার প্রতি তীব্র হতাশা ঝেড়ে ফেললেন নেটিজনরা। (BAN vs IND 2022)
Many deserving players are sitting on the bench and this useless @klrahul is playing and captaining our team !! What a Matter of SHAME for @BCCI !! #INDvBAN
— Knight Rider (@iKnightRider19) December 23, 2022
I think K L Rahul was insecure seeing Kuldeep's batting, so he dropped him#KLRahul #kuldeepyadav
— [email protected] (@deepak4818) December 23, 2022
This fraud @klrahul is taking place of some real performers in domestic and deserving young talents.
— बाबा (@iBeing_Gaurav) December 23, 2022
Ye India ka parchi player hai.. team par bojh.. isse Bangladesh ke bowlers nai khele jaa rahe..#KLRahul #INDvBAN
Trying to understand what goes on inside KL Rahul at the crease. pic.twitter.com/z6iQWtw2Rg
— Saurabh Malhotra (@MalhotraSaurabh) December 23, 2022
We fans demand the immediate removal of Kl Rahul from every indian squad.
— Passionate Fan (@Cricupdatesfast) December 23, 2022
Will favouritism ever end in Indian cricket? As a fan it's becoming hard to watch any game with Kl Rahul involved in it.
*Your every like means you also want kl rahul dropped.#BANvIND pic.twitter.com/18OMdhT2Zg
সম্প্রতি, নিজের YouTube চ্যানেলের ভিডিওতে আকাশ চোপড়া মিরপুর টেস্টের আগে বলেছিলেন,
“কে এল রাহুলকে রান করতে দেখতে চাই, দ্বিতীয় টেস্টে। এমন নয় ও যে খারাপ ক্রিকেটার। কিন্তু ভারতীয় দলে খারাপ কিছু হলেই দেখি সমস্ত দোষ রাহুলের ঘাড়ে চাপিয়ে দেয়।”
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : চমৎকার রিফ্লেক্স ক্যাচে পূজারাকে ফেরালেন মোমিনুল, দেখুন ভিডিও
অধিকাংশ ক্রিকেট প্রেমীরা চাইছেন ভারতীয় দল থেকে বাদ দেওয়া হোক কে এল রাহুল কে। এ ব্যাপারটার উল্লেখ করে আকাশ চোপড়া বলেছেন,
“সবাই এখন চাইছে বাদ দেওয়া হোক কে এল রাহুল কে। আসলে অন্য কেউ এখন ভালো খেলছে, তাই সবাই ওকে বাদ দেওয়ার দাবী জানিয়েছেন। আসলে আমরা খুব দ্রুত আমাদের মনোভাব বদলে ফেলি।”
২০২২ সালটা খারাপ যাচ্ছে কে এল রাহুলের। তিনটে টেস্টে ১২৫ রান করেছেন ২০.৮৩ গড়ে।
India (Playing XI): KL Rahul(c), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Rishabh Pant(w), Shreyas Iyer, Axar Patel, Ravichandran Ashwin, Jaydev Unadkat, Umesh Yadav, Mohammed Siraj
Bangladesh (Playing XI): Najmul Hossain Shanto, Zakir Hasan, Mominul Haque, Litton Das, Mushfiqur Rahim, Shakib Al Hasan(c), Nurul Hasan(w), Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Taskin Ahmed
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : পন্তের ভুলে রান আউট হতে যাচ্ছিলেন, চটে লাল কোহলি, ভাইরাল ভিডিও