BAN vs IND 2022 – বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন ভারতের সব কিংবদন্তি ব্যাটারদের পাশে একই আসনে বসলেন চেতেশ্বর পূজারা।
৩৪ বছর বয়সী পূজারা টেস্টে ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন। অষ্টম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সাত হাজারের অধিক রান করার নজির গড়েছেন তিনি। কেরিয়ারের ৯৭ তম টেস্টে, ১৬৬ তম ইনিংস খেলাকালীণ এই রেকর্ড গড়েন পূজি। (BAN vs IND 2022)
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচেও দারুণ খেলেছিলেন পূজারা। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে ৯০ এবং অপরাজিত ১০২* রান। কেরিয়ারের এই বিশেষ মাইলস্টোন অর্জনের জন্যে আর মাত্র ১৬ রানের প্রয়োজন ছিলো তার। এদিন তা পুরণ করে নিলেন। (BAN vs IND 2022)
টেস্ট ক্রিকেটে অষ্টম ভারতীয় হিসেবে সাত হাজার রান করার রেকর্ড গড়লেন চেতেশ্বর পূজারা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রান করেছিলেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার। তার পর সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, বীরেন্দ্র শেহবাগ, বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই নজির দখলে আছে। (BAN vs IND 2022)
𝐇𝐞 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐭𝐡𝐞 𝟖𝐭𝐡 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐛𝐚𝐭𝐭𝐞𝐫 𝐭𝐨 𝐬𝐜𝐨𝐫𝐞 𝟕𝟎𝟎𝟎 𝐓𝐞𝐬𝐭 𝐫𝐮𝐧𝐬.#TeamIndia https://t.co/XsSeRJZIlD
— BCCI (@BCCI) December 23, 2022
আরও পড়ুনঃ Mbappe : প্যারিস সাঁজা ছাড়তে চলেছেন কিলিয়ান এমবাপে
ভারতের সর্বকালের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক সচিন তেন্ডুলকর। ২০০ ম্যাচে ১৫৯২১ রান করেছিলেন তিনি। তারপর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়, ১৩২৬৫ রান করেছিলেন তিনি।
টেস্ট ক্রিকেটে সাত হাজারের অধিক রান করার পথে কিংবদন্তি অসি ব্যাটার ডন ব্রাডম্যানের রেকর্ড ভেঙেছিলেন পূজারা। ব্রাডম্যানের টেস্ট ক্রিকেটে সংগ্রহের রান সংখ্যা ৬৯৯৬।
মোট মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫৫ তম ক্রিকেটার হিসেবে সাত হাজারের অধিক রান করার নজির গড়লেন পূজারা। ২০১০ সালে অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন পূজারা। এরপর দেশের টেস্ট ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। ভারতকে বহু ঐতিহাসিক টেস্ট ম্যাচে জিততে সাহায্য করেছেন।
আরও পড়ুনঃ IPL Auction 2023 : CSK – কে ধোনি’র উত্তরসূরি অধিনায়কের খোঁজ দিলেন সুরেশ রায়না