BAN vs IND 2022 : চমৎকার রিফ্লেক্স ক্যাচে পূজারাকে ফেরালেন মোমিনুল, দেখুন ভিডিও

0
11
BAN vs IND 2022 : Mominul Haque takes a sharp catch at forward short-leg to dismiss Cheteshwar Pujara (Watch)
BAN vs IND 2022 : Mominul Haque takes a sharp catch at forward short-leg to dismiss Cheteshwar Pujara (Watch)

BAN vs IND 2022 – শুক্রবার ভারত -বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ফের আরেকবার জাকিয়ে বসেছিলেন চেতেশ্বর পূজারা। টানা দুই উইকেট হারিয়ে ওই সময় দারুণ চাপে পড়ে গেছিলো ভারত। এমন সময় পূজারা এবং কোহলি মিলে ভারতের ইনিংস ধরে রাখে, কিন্তু খুব বেশি সময়ের জন্য সেটা পারেননি পূজারা। ২৪ রান করে ফরোয়ার্ড শট লেগে দাড়িয়ে থাকা মোমিনুলের হাতে ক‍্যাচ দিয়ে ফিরে যান তিনি। অবশ্য তাকে আউট করার ক্ষেত্রে যে মুন্সীয়ানা দেখিয়েছেন এই বাংলাদেশের ব‍্যাটার তার প্রশংসা করতেই হয়।

এদিন, ভারতের সব কিংবদন্তি ব‍্যাটারদের পাশে একই আসনে বসলেন চেতেশ্বর পূজারা।

৩৪ বছর বয়সী পূজারা টেস্টে ভারতের হয়ে তিন নম্বরে ব‍্যাট করতে নামেন। অষ্টম ভারতীয় ব‍্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সাত হাজারের অধিক রান করার নজির গড়েছেন তিনি। কেরিয়ারের ৯৭ তম টেস্টে, ১৬৬ তম ইনিংস খেলাকালীণ এই রেকর্ড গড়েন পূজি। (BAN vs IND 2022)

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচেও দারুণ খেলেছিলেন পূজারা। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে ৯০ এবং অপরাজিত ১০২* রান। কেরিয়ারের এই বিশেষ মাইলস্টোন অর্জনের জন্যে আর মাত্র ১৬ রানের প্রয়োজন ছিলো তার। এদিন তা পুরণ করে নিলেন। (BAN vs IND 2022)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : পন্তের ভুলে রান আউট হতে যাচ্ছিলেন, চটে লাল কোহলি, ভাইরাল ভিডিও

টেস্ট ক্রিকেটে অষ্টম ভারতীয় হিসেবে সাত হাজার রান করার রেকর্ড গড়লেন চেতেশ্বর পূজারা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রান করেছিলেন কিংবদন্তি ভারতীয় ব‍্যাটার সুনীল গাভাস্কার। তার পর সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, বীরেন্দ্র শেহবাগ, বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই নজির দখলে আছে। (BAN vs IND 2022)

ভারতের সর্বকালের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক সচিন তেন্ডুলকর। ২০০ ম‍্যাচে ১৫৯২১ রান করেছিলেন তিনি। তারপর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়, ১৩২৬৫ রান করেছিলেন তিনি।

টেস্ট ক্রিকেটে সাত হাজারের অধিক রান করার পথে কিংবদন্তি অসি ব‍্যাটার ডন ব্রাডম‍্যানের রেকর্ড ভেঙেছিলেন পূজারা। ব্রাডম‍্যানের টেস্ট ক্রিকেটে সংগ্রহের রান সংখ্যা ৬৯৯৬।

মোট মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫৫ তম ক্রিকেটার হিসেবে সাত হাজারের অধিক রান করার নজির গড়লেন পূজারা। ২০১০ সালে অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন পূজারা। এরপর দেশের টেস্ট ক্রিকেট দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। ভারতকে বহু ঐতিহাসিক টেস্ট ম্যাচে জিততে সাহায্য করেছেন।

আরও পড়ুনঃ Shubman Gill : টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় হতাশ হয়েছিলেন শুভমান গিল, বললেন তার ছোটোবেলার আইডল