
BAN vs IND 2022 – বৃহস্পতিবার চট্টগ্রামে আলাদা মাত্রা ছুঁয়েছিলো সিরাজ – লিটনের মধ্যে ঝামেলা। খেলা চলাকালীন দুজন বাক বিতন্ডতায় জড়িয়েছিলো এদিন। অবশ্য তারপর লিটনের উইকেট তুলে নিতে খুব বিশেষ একটা সময় নষ্ট করেননি সিরাজ।
সিরাজের একটি ডেলিভারি শট পয়েন্টের দিকে পাঠিয়ে দেয় লিটন। এমন সময় সেই ভারতীয় বোলার বাংলাদেশের ব্যাটারের উদ্দেশ্যে কিছু একটা বলেন, যেটাকে খুব একটা ভালো ভাবে নেননি লিটন। তিনিও পাল্টা দেন। দুজনকে সামলাতে মাঝে ঢুকতে হয় আম্পায়ারকে।(BAN vs IND 2022)
অবশ্য সিরাজের এই মাইন্ডগেম কাজে লেগে যায়। কারণ তার পরের বলেই নিজের উইকেট হারান লিটন। সেই উইকেট নেওয়ার আনন্দে উৎসবের সময় বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজ, দুজনকেই লিটনকে নিয়ে খিল্লি করতে দেখা গেছে। (BAN vs IND 2022)
এর আগে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে একেবারেই ভালো বোলিং করতে পারেনি সিরাজ। তাকে নিয়ে প্রশ্ন উঠেছিলো তারপর।তবে এবার বাংলাদেশের মাটিতে দারুণ কামব্যাক করেছেন তিনি। (BAN vs IND 2022)
আরও পড়ুনঃ IPL 2023 : এখন আইপিএলের কুফল ভুগছে ভারতীয় ক্রিকেট, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন অসি তারকার
Siraj vs Litton das #Siraj pic.twitter.com/kjmP90Jz3j
— Adnan Ansari (@AdnanAn71861809) December 15, 2022
Siraj celebration after litton das wicket #siraj pic.twitter.com/sGFGmRT5Pe
— Adnan Ansari (@AdnanAn71861809) December 15, 2022
কিন্তু এদিন সিরাজকে একেবারেই আলাদা ছন্দে পাওয়া গেছে। ইনিংসের প্রথম বলে নাজমুল হাসান শান্তর উইকেট তুলে নেন তিনি। এক্ষেত্রে অসাধারণ ক্যাচ নিয়েছেন ঋষভ পন্ত।
লিটন দাসকেও এদিন খেলা শুরুর পর থেকে বেশ দারুণ দেখাচ্ছিলো। পাঁচটি বাউন্ডারির সহযোগে ২৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু সিরাজ আজ সবার ধরা ছোঁয়ার বাইরে ছিলেন, একটা দুর্দান্ত বলে লিটনকে প্যাভেলিয়ানের পথ দেখান তিনি। ম্যাচে অভিষেককারী জাকার হাসানের উইকেট ও নেন তিনি। এই প্রতিবেদন লেখাকালীণ কুলদীপ যাদব তুলে নিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট। দলের গুরুত্বপূর্ণ সকল ক্রিকেটারদের উইকেট হারিয়ে এই মুহূর্তে ভীষণ চাপের মধ্যে আছে বাংলাদেশ।
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : কূলদীপ-সিরাজের বোলিং ঝাঁঝে চোখে জল বাংলাদেশের