BAN vs IND 2022 : রাহুলের এবার বসা ছাড়া গতি নেই, মত প্রাক্তন ভারত তারকার

0
12
BAN vs IND 2022 : “KL Rahul has to go without a doubt” – Wasim Jaffer picks Shubman Gill as Rohit Sharma’s opening partner
BAN vs IND 2022 : “KL Rahul has to go without a doubt” – Wasim Jaffer picks Shubman Gill as Rohit Sharma’s opening partner

BAN vs IND 2022 – সদ‍্য সমাপ্ত টেস্ট সিরিজে দুই ম‍্যাচে অত্যন্ত খারাপ পারফরম্যান্স। আর তারই জেরে ভারতের প্রথম একাদশ থেকে কে এল রাহুল কে বসিয়ে দেওয়ার দাবী তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।

আসছে বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে শুভমান গিলকেই ভারত অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেন করতে দেখছেন এই প্রাক্তন ভারত তারকা। (BAN vs IND 2022)

ESPN Cricinfo কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম জাফর বলেছেন,

“নিঃসন্দেহে এরপর কে এল রাহুলের জায়গা ছাড়তে হবে। ব‍্যাটসম‍্যান হিসেবে এই সিরিজে কিছুই করতে পারেননি তিনি। রোহিত দলে ফিরলে কে এল রাহুলের সরতে হবে।”

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : রাহুলের আগে দ্রাবিড়’কে সরানো হোক দল থেকে, বাংলাদেশ সিরিজের পর এমনই প্রস্তাব নেটিজেন’দের

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম‍্যাচের টেস্ট সিরিজের চার ম‍্যাচে কে এল রাহুলের সংগ্রহের রান সংখ্যা যথাক্রমে ২২, ২৩, ১০ এবং ২। ২০২২ সালে চারটি টেস্ট ম‍্যাচ খেলেছিলেন রাহুল। সেখানে ১৩৭ রান করেছেন তিনি ১৭.১৩ গড়ে। (BAN vs IND 2022)

রোহিত শর্মার অবর্তমানে চট্টগ্রাম টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন শুভমান গিল, সেই সুযোগ কাজে লাগিয়েছেন তিনি, টেস্টের দ্বিতীয় ইনিংসে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করে। অবশ্য ঢাকায় দ্বিতীয় টেস্টে বিশেষ কিছু করে উঠতে পারেননি, দুই ইনিংস মিলিয়ে করেন ২৭ রান।

অন‍্যদিকে রোহিত শর্মা জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের মধ্যে দিয়ে জাতীয় দলে প্রত‍্যাবর্তন করবেন চোট সারিয়ে। সদ‍্য সমাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে দ্বিতীয় ম‍্যাচে খেলাকালীণ বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ Luis Suarez : বন্ধু মেসির সাথে ক্রিসমাস সেলিব্রেশন করবেন সুয়ারেজ, থাকছে আরও বার্সেলোনার সতীর্থরা