BAN vs IND 2022 – শুক্রবার ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ফের পাল্টা মারের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্ত। ১০৫ বলে একটা ৯০+ইনিংস খেলেছিলেন ঋষভ, সাতটা চার এবং পাঁচটি ছক্কা সহ। কিন্তু এই নিয়ে ছয়বারের মতো সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি।
এখনও অবধি ৩২ টা টেস্ট ম্যাচ খেলেছেন ঋষভ পন্ত।করেছেন পাঁচটি সেঞ্চুরি। সংখ্যাটা ১১ হতেই পারতো, যদি পন্ত তার বেশ কিছু নব্বইয়ের ঘরের খেলা ইনিংস গুলোকে সেঞ্চুরিতে বদলে দিতে পারতেন। (BAN vs IND 2022)
তবে কেরিয়ার ল্যান্ডমার্ক নিয়ে খুব বিশেষ একটা ভাবিত নন ঋষভ পন্ত। চলতি টেস্টের দ্বিতীয় দিন তিনি ৯৩ রানে আউট হয়ে ফেরার পর ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অঞ্জুম চোপড়ার সাথে কথাবার্তা বলছিলেন ঋষভ পন্ত। পন্তের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি নার্ভাস হয়ে পড়েন, যখন তার ব্যক্তিগত স্কোর নব্বইয়ের ঘরে পৌছ’ও, জবাবে পন্ত বলেন,
“ব্যক্তিগেত মাইলফলক নিয়ে আলাদা কোনও মাথাব্যথা নেই আমার। আমার কাছে সেঞ্চুরি শুধুই সংখ্যামাত্র। আমি অধিকাংশ সময় এরকম খেলার চেষ্টা করি, তাতে সেঞ্চুরি এলে এলো, আমার হাতে কিছু নেই।”
আরও পড়ুনঃ Atk Mohunbagan : দলের তুরুপের তাস ছাড়াই আজ নর্থইস্টের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান
এদিন, ঋষভ পন্তের ১০৪ বলে ৯৩ রানের ইনিংস এবং শ্রেয়স আইয়ারের ১০৫ বলে ৮৭ রানের ইনিংসের উপর নির্ভর করে ঢাকায় টেস্টের দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে ফিরলো ভারত। দুজন মিলে এদিন পঞ্চম উইকেটে জুড়েছিলো ১৫৯ রান। যার উপর নির্ভর করে ৯৪/৪ থেকে ২৫৩/৪ পৌঁছে ছিলো ভারত। পরবর্তী সময়ে ৭৯ রানে ৪ উইকেট নিয়েছিলো বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, পরবর্তী সময়ে ৩১৪ রানে অল আউট হয়ে যায় ভারত। (BAN vs IND 2022)
৬১ রানে ইনিংসের শেষ ৬ উইকেট হারিয়েছিলো ভারত। কিন্তু ততটা সময় ম্যাচে ৮৭ রানের লিড পেয়ে গেছিলো ভারত। দ্বিতীয় দিনের খেলার শেষ ছয় ওভারে বাংলাদেশের স্কোর ৭ রান বিনা কোনও উইকেট হারিয়ে। (BAN vs IND 2022)
ম্যাচের প্রথম সেশনে দাপট বজায় ছিলো বাংলাদেশের। তাইজুল ইসলাম একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংস থেকে খেলার রং বদলে দিয়েছিলেন ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে এই দুই ভারতীয় ব্যাটার কার্যত খাঁদের কিনারা থেকে তুলে ধরে টিম ইন্ডিয়া’কে।
আরও পড়ুনঃ KKR Squad 2023 : কেমন দল বানালো কলকাতা নাইট রাইডার্স ২০২৩ আইপিএলের জন্যে, জেনে নিন বিস্তারিত