BAN vs IND 2022 : ঢাকা টেস্টে কূলদীপ যাদবকে না খেলিয়ে মস্ত বড়ো ভুল করেছে ভারত, মনে করেন ভারত তারকা 

0
21
BAN vs IND 2022 : India made a big mistake by not playing Kuldeep Yadav in Dhaka Test, feels Indian star cricketer
BAN vs IND 2022 : India made a big mistake by not playing Kuldeep Yadav in Dhaka Test, feels Indian star cricketer

BAN vs IND 2022 – রোববার ঢাকায় টেস্ট জয়ের সুবাদে দুই ম‍্যাচের এই টেস্ট সিরিজ ২-০ ব‍্যবধানে জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ম‍্যাচ এবং সিরিজ দুটো জিতলেও ভারতের দল বাছাই করা নিয়ে প্রশ্ন তুলেছেন দীনেশ কার্তিক। তার মতে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে কূলদীপ যাদবের থাকা উচিত ছিলো। কার্তিক বলেছেন মীরপুরের পিচ তিন পেসারকে নিয়ে খেলার মতো আদর্শজনক ছিলো না।

৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার বলেছেন –

“ভারত দ্বিতীয় টেস্টে দল বাছাই করার ক্ষেত্রে ভুল করেছে খুব। পেসারের থেকে একজন অতিরিক্ত স্পিনারকে নিয়ে খেলতে নামলে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারতো মনে হয়।

তবে জয়দেব উনাদকাটের প্রশ‌ংসা করতেই হয়, যখনই দলের প্রয়োজন হয়েছে, তখনই নিজের সাধ‍্যমতো চেষ্টা করেছে। তবে এই পিতে ফাস্টবোলার’দের খুব বিশেষ কিছু একটা করার ছিলো না।”

সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে ‘ম‍্যাচের সেরা’ নির্বাচিত হয়েছিলেন কূলদীপ যাদব। তাই দ্বিতীয় টেস্টে তার দল থেকে বাদ পড়ায় অবাক হয়েছিলেন সবাই। দীর্ঘ ১২ বছর পর এই ম‍্যাচেই উনাদকাট তার কেরিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছিলো, দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

রোববার, খেলতে নামার সময় ভারতের আর জয়ের জন্য প্রয়োজন ছিলো ১০০ রানের। কিন্তু শুরুতেই ফের ব‍্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। মেহেদী হাসান মিরাজ ইনিংসে তার পাঁচ উইকেট সম্পূর্ণ করে ফেলে, ৪৫/৪ থেকে ৭৪/৭ পৌঁছে গিয়ে মারাত্মক সমস্যায় পড়ে যায় ভারত, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জয়ের সম্ভাবনা কে সুদৃঢ় করে তোলে। কিন্তু পরবর্তী সময়ে অশ্বিন এবং শ্রেয়স আইয়ার ভারতের ক্রিকেট দলের ২০২২ এর শেষটা খারাপ ভাবে ইতি টানতে দেননি। (BAN vs IND 2022)

১ রান করেই আউট হয়ে যেতে পারতেন অশ্বিন, মেহেদী হাসান মিরাজের বলে। কিন্তু মোমিনুল হক তার সেই সহজ ক্যাচ মিস করে বসেন। (BAN vs IND 2022)

এরপর বাংলাদেশের সৃষ্টি করা চাপের উপর পাল্টা চাপ দেওয়া শুরু করেন অশ্বিন-আইয়ার জুঁটি। ইনিংসের শুরু থেকে নিজেকে গুটিয়ে রাখা শ্রেয়স আইয়ার নিজের খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করেন। ইনিংসের ৪১ তম ওভারে তাকে মারমূখী মেজাজে পাওয়া যায় সাকিব আল হাসানের বিরুদ্ধে। পরবর্তী সময় মেহেদী, খালেদ কে রেয়াত দেননি তিনি। অবশ্য এই মারমুখী ক্রিকেট খেলার পথে তার বেশ কিছুবার আউট হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছিল। এরপর জয় পেতে আর খুব বিশেষ একটা অপেক্ষা করতে হয়নি ভারতীয় ক্রিকেট দলকে।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : কঠিন সময় অশ্বিনের থেকে সেরাটা বের করে আনে, সতীর্থ প্রশংসা কার্তিকের মুখে

শনিবার মেহেদী হাসান মিরাজ দ্রুত তিন উইকেট তুলে নিয়ে মারাত্মক চাপে ফেলে দিয়েছিলো ভারতকে, ১২ রানের ব‍্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের গোটা খেলার নক্সাটা বদলে দেন তিনি। ১৪৫ রান তাড়া করতে নেমে খুব দ্রুত আউট হয়ে যান ভারত অধিনায়ক কে এল রাহুল। মাত্র ২ রান করে সাকিব আল হাসানের হাতে তালুবন্দি হন রাহুল, শুরুতেই উইকেট পেয়ে ম‍্যাচে জাঁকিয়ে বসে বাংলাদেশ। (BAN vs IND 2022)

খুব বেশি সময় ব‍্যাট করতে পারেননি চেতেশ্বর পূজারা(৬)। মেহেদীর লেংথ ব‍্যাকের ডেলিভারি সামাল দিতে গিয়ে বল ইনসাইড এজ হয়ে তালুবন্দি হয় উইকেট কিপারের হাতে ধরা পড়ে। এরপর মেহেদীর বল বুঝতে ভুল করে আউট হয়ে যান শুভমান গিল (৭), বলা চলে উইকেট টা উপহার দিয়েছেন তিনি। দলের প্রয়োজনের দিন বিশেষ নির্ভরতা দিতে ব্যর্থ বিরাট কোহলি (১)। টানা ৪ উইকেট হারিয়ে গতদিন রীতিমতো চাপে পড়ে গেছিলো ভারতীয় ক্রিকেট দল। ভারত এরপর টেস্ট সিরিজ খেলবে আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই টেস্ট সিরিজ চার ম‍্যাচের।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : গিল – রাহুলের ব‍্যাটিং করার মানসিকতা নিয়ে প্রশ্ন তুললো ওয়াসিম জাফ‍র