
BAN vs IND 2022 : ঘরের মাঠে ভারতের বিপক্ষে একেবারেই ভালো খেলতে পারছেন না বাংলাদেশের মুশফিকুর রহিম। তিনটি ওডিআই ম্যাচে তার সংগ্রহের রান সংখ্যা ছিলো ১৮, ১২ এবং ৭ রান। প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসে ২৮ এবং ২৩ রান করেছিলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলের অত্যন্ত অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য ব্যাটার রহিম। দলের খারাপ ভালো পারফরম্যান্সের অনেকাংশটাই নির্ভর করে তার উপর। তাই মিরপুর টেস্টে ভালো কিছুর আশায় তার রানে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। রহিম নিজেও সেটা টের পাচ্ছেন। তাই দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়ের সাথে দেখা করলেন তিনি। বর্তমানে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (BAN vs IND 2022)
ফেরা যাক ভারতীয় ক্রিকেট দলের প্রসঙ্গে। ইতিমধ্যে বুড়ো আঙুলে চোট পাওয়ার কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত শর্মা। এই একই কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ’ও মিস করবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে। স্ট্যান্ড ইন ক্যাপ্টেন কে এল রাহুল’ই দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেবে ভারতীয় দলকে রেগুলার অধিনায়ক রোহিত শর্মার অবর্তমানে। (BAN vs IND 2022)
আরও পড়ুনঃ Messi : রোসারিও’তে পাড়ায় মেসি ঢুকতেই জনে জনারণ্য
শুধু একা রোহিত শর্মা নন, তলপেটে চোট পাওয়ায় ডান হাতি পেসার নভদীপ সাইনিও খেলতে পারবেন না এই ম্যাচে। চোট সারাতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন তিনি।
Mushfiqur Rahim spotted with indian coach Rahul Dravid during the practice session. Learning from the best! 👊
— Mushfiqur Rahim Fan Club (@mushfiqurfc) December 20, 2022
Video courtesy : @BDCricTime#RahulDravid #BANvIND pic.twitter.com/8ulnurZ7j2
India’s updated squad for 2nd Test against Bangladesh : (BAN vs IND 2022)
KL Rahul (C), Shubman Gill, Cheteshwar Pujara (VC), Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), KS Bharat (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Siraj, Umesh Yadav, Abhimanyu Easwaran, Saurabh Kumar, Jaydev Unadkat
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : রাহুলের সমর্থকদের কড়া ভাষায় আক্রমণ করলো আকাশ চোপড়া