
BAN vs IND 2022 – ২৫ শে ডিসেম্বর রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রেয়স আইয়ার মিলে দুরন্ত যুগলবন্দী খেলে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করলেন। ঢাকায় এদিন ৩ উইকেটে জয়ের সুবাদে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো ভারত। এই জয়ের পর পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় শ্রেয়স আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিনের ভূয়সী প্রশংসায় মজেন টিম ইন্ডিয়া।
এদিন খেলতে নামার সময় ভারতের আর জয়ের জন্য প্রয়োজন ছিলো ১০০ রানের। কিন্তু শুরুতেই ফের ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। মেহেদী হাসান মিরাজ ইনিংসে তার পাঁচ উইকেট সম্পূর্ণ করে ফেলে, ৪৫/৪ থেকে ৭৪/৭ পৌঁছে গিয়ে মারাত্মক সমস্যায় পড়ে যায় ভারত, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জয়ের সম্ভাবনা কে সুদৃঢ় করে তোলে। কিন্তু পরবর্তী সময়ে অশ্বিন এবং শ্রেয়স আইয়ার ভারতের ক্রিকেট দলের ২০২২ এর শেষটা খারাপ ভাবে ইতি টানতে দেননি। (BAN vs IND 2022)
১ রান করেই আউট হয়ে যেতে পারতেন অশ্বিন,মেহেদী হাসান মিরাজের বলে। কিন্তু মোমিনুল হক তার সেই সহজ ক্যাচ মিস করে বসেন। (BAN vs IND 2022)
এরপর বাংলাদেশের সৃষ্টি করা চাপের উপর পাল্টা চাপ দেওয়া শুরু করেন অশ্বিন-আইয়ার জুঁটি। ইনিংসের শুরু থেকে নিজেকে গুটিয়ে রাখা শ্রেয়স আইয়ার নিজের খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করেন। ইনিংসের ৪১ তম ওভারে তাকে মারমূখী মেজাজে পাওয়া যায় সাকিব আল হাসানের বিরুদ্ধে। পরবর্তী সময় মেহেদী, খালেদ কে রেয়াত দেননি তিনি। অবশ্য এই মারমুখী ক্রিকেট খেলার পথে তার বেশ কিছুবার আউট হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছিল। এরপর জয় পেতে আর খুব বিশেষ একটা অপেক্ষা করতে হয়নি ভারতীয় ক্রিকেট দলকে।
Idli and Sambhar is always a good combo
— Akshat Satwik (@AkshatMCFC_47) December 25, 2022
More than celebrating this test win the men who call the shots need to scrutinise how and why India got into the hole, chasing a modest total. This win shouldn’t vindicate the men who’re at the helm of the team affairs #DoddaMathu #CricketTwitter
— Dodda Ganesh | ದೊಡ್ಡ ಗಣೇಶ್ (@doddaganesha) December 25, 2022
Ashwin as a test all rounder is like Gold 👏
— Irfan Pathan (@IrfanPathan) December 25, 2022
Shreyas Iyer in Test cricket:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 25, 2022
– 105 (171).
– 65 (125).
– 18 (41).
– 14 (8).
– 27 (48).
– 92 (98).
– 67 (87).
– 15 (11).
– 19 (26).
– 86 (192).
– 87 (105).
– 29* (46).
– 624 runs at an average of 56.72, a dream start by Iyer in Test cricket! pic.twitter.com/zlLwh8k0JP
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : রাহুলের এবার বসা ছাড়া গতি নেই, মত প্রাক্তন ভারত তারকার
This is India's 5th successful 4th innings chase in Asia since 2015, has to be the trickiest one pulled off. First one under Dravid.
— Brave Joker (perry's version) (@Jokeresque_) December 25, 2022
শনিবার মেহেদী হাসান মিরাজ দ্রুত তিন উইকেট তুলে নিয়ে মারাত্মক চাপে ফেলে দিয়েছিলো ভারতকে, ১২ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের গোটা খেলার নক্সাটা বদলে দেন তিনি। ১৪৫ রান তাড়া করতে নেমে খুব দ্রুত আউট হয়ে যান ভারত অধিনায়ক কে এল রাহুল। মাত্র ২ রান করে সাকিব আল হাসানের হাতে তালুবন্দি হন রাহুল, শুরুতেই উইকেট পেয়ে ম্যাচে জাঁকিয়ে বসে বাংলাদেশ। (BAN vs IND 2022)
খুব বেশি সময় ব্যাট করতে পারেননি চেতেশ্বর পূজারা (৬)। মেহেদীর লেংথ ব্যাকের ডেলিভারি সামাল দিতে গিয়ে বল ইনসাইড এজ হয়ে তালুবন্দি হয় উইকেট কিপারের হাতে ধরা পড়ে। এরপর মেহেদীর বল বুঝতে ভুল করে আউট হয়ে যান শুভমান গিল (৭), বলা চলে উইকেটটা উপহার দিয়েছেন তিনি। দলের প্রয়োজনের দিন বিশেষ নির্ভরতা দিতে ব্যর্থ বিরাট কোহলি (১)। টানা ৪ উইকেট হারিয়ে গতদিন রীতিমতো চাপে পড়ে গেছিলো ভারতীয় ক্রিকেট দল। ভারত এরপর টেস্ট সিরিজ খেলবে আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই টেস্ট সিরিজ চার ম্যাচের।