BAN vs IND 2022 : শর্টবলের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা হয়না তার, দাবী শ্রেয়স আইয়ারের

0
12
BAN vs IND 2022 :
BAN vs IND 2022 : "I turned a deaf ear on outside talk" - Shreyas Iyer on criticisms about performance against short ball

BAN vs IND 2022 – শর্টবলের বিরুদ্ধে তার দূর্বলতা নিয়ে যতোই ধারাবাহিক ভাবে সমালোচনা চলুক, সেই সব নিয়ে একেবারেই মাথা ঘামান না শ্রেয়স আইয়ার। তবে একটা সময় বিষয়টি তাকে খুব ভাবিয়েছিলো বলেই জানিয়েছেন আইয়ার।

মীরপুরে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন দুরন্ত হাফ সেঞ্চুরি করেছিলেন শ্রেয়স আইয়ার। এদিন’ও বাংলাদেশের বোলাররা তাকে শর্ট পিচ ডেলিভারি দিয়ে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিলো। বছর দুয়েক নিজেদের ডেরায় অসিরা শ্রেয়স আইয়ারকে এমন ভাবেই সমস্যায় ফেলেছিলো। (BAN vs IND 2022)

দ্বিতীয় দিনের খেলা শেষে কমেন্টটেটর রা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে শর্ট বলের বিরুদ্ধে তার দূর্বলতা নিয়ে সরাসরি প্রশ্ন করেছিলো। এব‍্যাপারে শ্রেয়স আইয়ার বলেছেন, (BAN vs IND 2022)

“ধারাভাষ্যকার’রাই আমার (শর্টবলে বিরুদ্ধে খেলার দূর্বলতা) এই ব‍্যাপারে বেশি আলোচনা করেন। মাঠের বাইরের লোকজনের মুখেও শোনা যায় এই কথা। একটা সময় আমার মাথাতেই গেঁথে গেছিলো বিষয়টি। কিন্তু আমার মনে হয়না সমস্যা আছে কোনও।

আমি ব‍্যাট করতে আসলে বিপক্ষের বোলররা টার্গেট করবে সেটাই স্বাভাবিক। বল যখন সিম করে, তখনই তারা শট বল করা শুরু করে। আমি তখন নিজেকে মনে হয় এটা ভালো ব‍্যাপার, এখন রান তুলতে সুবিধা হবে। আমি নিরন্তর প্রাক্টিস চালিয়ে যাই, এবং প্রাক্টিসে যে সব বিষয় নিয়ে খাটা খাটনি করি, সেই গুলো মাঠেও খেলার চেষ্টা করি।”

আরও পড়ুনঃ Lanka Premier League 2022 : লঙ্কা প্রিমিয়ার লিগ জেতার হ‍্যাটট্রিক করলেন জাফনা কিংস

মুম্বইয়ের তারকা এই ব‍্যাটার আরও বলেছেন, 

“বাইরের লোকেরা যখন টানা সমালোচনা করতে থাকে, তখন ব‍্যাটারদের মনে সেই সব বিষয় সমস্যার কারণ হয়ে দাড়ায়। তাদের জন্যে নিজেদের কানে কালা ভাবার প্রয়োজন আছে। বাকিটা নিজেদের মতো করেই চলবে। দিনের শেষে দেখবেন উপেক্ষার থেকে বড়ো আশীর্বাদের কিছু হয়না।”

এবছর জুলাই মাসে ব্রিমিংহ‍্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার যখন টেস্ট খেলতে নেমেছিলেন, তখন তাকে চিন মিউজিক শোনাতে বলেছিলেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম‍্যাকালাম। সেই ম‍্যাচের প্রথম ইনিংসে গা ঘেষা শট বলে আউট হন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ইনিংসেও একই ভাবে আউট হয়েছিলেন তিনি। (BAN vs IND 2022)

আরও পড়ুনঃ IPL 2023 Auction : বাংলাদেশের লিটন – সাকিব যোগ দিলো কলকাতা নাইট রাইর্ডাসে