BAN vs IND 2022 : ঘরোয়া ক্রিকেটের দৈত্য জয়দেব উনাদকাট, বললেন ওয়াসিম জাফর

0
11
BAN vs IND 2022 : “He’s been a domestic giant” – Wasim Jaffer hails Jaydev Unadkat on Test comeback against Bangladesh
BAN vs IND 2022 : “He’s been a domestic giant” – Wasim Jaffer hails Jaydev Unadkat on Test comeback against Bangladesh

BAN vs IND 2022 – বৃহস্পতিবার ঢাকায় কামব‍্যাক টেস্টে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন অভিজ্ঞ ভারতীয় পেসার জয়দেব উনাদকাট। সৌরাষ্ট্রের এই অভিজ্ঞ ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটের দৈত্য বলে অভিহিত করে ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। সৌরাষ্ট্র কে রঞ্জি এবং বিজয় হাজারে ট্রফি জিতিয়েছিলেন জয়দেব অধিনায়ক হিসেবে।

ESPN Cricinfo কে ওয়াসিম জাফর বলেছেন,

“প্রথমেই বলি আমি খুব হয়েছিলাম টেস্ট দলে জয়দেব উনাদকাটের নাম দেখে, ২০১০ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলো ও। কিন্তু তারপর থেকে ও কি পরিশ্রমটাই না করেছে, সে সৌরাষ্ট্র হোক অথবা ওয়েস্ট জোন হোক কিংবা ভারত এ। যখনই সুযোগ পেয়েছে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে জয়দেব। সৌরাষ্ট্র কে রঞ্জি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি জিততে সাহায্য করেছিলো। ঘরোয়া ক্রিকেটের অন‍্যতম এক দৈত্য ক্রিকেটার। একদশকের বেশি সময় ধরে পরিশ্রম করার ফল পেলো ও।”

একদশকের বেশি সময় ধরে ভারতের ঘরোয়া ক্রিকেটে অন‍্যতম পরিচিত মুখ ওয়াসিম জাফর। আর এই কারণেই নিয়মিত ছন্দে টানা বোলিং করে গেলেন এদিন, (BAN vs IND 2022)

“জয়দেব সুযোগ পেয়েই প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে ম‍্যাচে। মুশফিকুর রহিমের উইকেট তুলে নেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনশো – চারশো উইকেট নিয়েছেন। প্রথম দিনের খেলায় তার প্রভাব অনস্বীকার্য।”

২০১০ সালে সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেক করার পর দীর্ঘ ১২ বছর বাদে টেস্ট খেলার সুযোগ পেয়ছেন জয়দেব উনাদকাট ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। মুশফিকুর রহিম এবং প্রথম টেস্ট ম‍্যাচে সেঞ্চুরি করা জাকির হাসানের উইকেট তুলে নিয়েছিলেন তিনি। (BAN vs IND 2022)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : আগুনে পেসে ৪ উইকেট তুলে নিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়োলেন উমেশ যাদব

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভারতীয় বোলারদের বোলিং দাপটে লন্ডভন্ড বাংলাদেশ। চারটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদব। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৭৩.৫ ওভার ব‌্যাট করে ১০ উইকেট বাংলাদেশ তুলেছে ২২৭ রান। ম‍্যাচে কূলদীপ যাদবের বদলে ১২ বছর পর টেস্ট দলে কামব‍্যাক করেছিলেন জয়দেব উনাদকাট, তিনিও ৫০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এদিন। (BAN vs IND 2022)

পরে, আট ওভার ব‌্যাটিং করার সুযোগ পেয়েছিলো ভারত। ১৯ রান তুলেছিলো টিম ইন্ডিয়া বিনা কোনও উইকেট হারিয়ে। ক্রিজে আছেন কে এল রাহুল (৩*) এবং শুভমান গিল (১৪*)। এর মাঝে এলবিডব্লিউ হয়েছিলেন রাহুল, যদিও ডিআরএস নিলে দেখা যায় তিনি নট আউট।

India (Playing XI): KL Rahul(c), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Rishabh Pant(w), Shreyas Iyer, Axar Patel, Ravichandran Ashwin, Jaydev Unadkat, Umesh Yadav, Mohammed Siraj

Bangladesh (Playing XI): Najmul Hossain Shanto, Zakir Hasan, Mominul Haque, Litton Das, Mushfiqur Rahim, Shakib Al Hasan(c), Nurul Hasan(w), Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Taskin Ahmed

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : সাত বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাবেই যোগ দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো