BAN vs IND 2022 : ইনিংসে পাঁচ উইকেট নেওয়াটা কাল হলো কূলদীপের, মত হরভজন সিংয়ের

0
13
BAN vs IND 2022 : 'He should stop taking 5-wicket hauls': Harbhajan Singh livid after Kuldeep Yadav dropped for 2nd Test vs BAN
BAN vs IND 2022 : 'He should stop taking 5-wicket hauls': Harbhajan Singh livid after Kuldeep Yadav dropped for 2nd Test vs BAN

BAN vs IND 2022 – এই মুহূর্তে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলেছে ভারত। ইতিমধ্যে চট্টগ্রামে প্রথম টেস্টে ১৮৮ রানে জিতেছিলো ভারত। সেই ম‍্যাচে ভারতের জয়ের অন‍্যতম স্থপতি ছিলেন কূলদীপ যাদব। আটটি উইকেট নেন, এরমধ্যে একবার এক ইনিংসে ৫ উইকেট, এছাড়া প্রথম ইনিংসে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি।

চট্টগ্রাম টেস্টের ম‍্যাচের সেরা কূলদীপ যাদবের বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ হয়নি। তাকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছিলো জয়দেব উনাদকাট কে। এই সিদ্ধান্ত উৎসাহ অবাক করেছিলো সকলকে। (BAN vs IND 2022)

বেশ কিছু প্রাক্তন ভারতীয় ক্রিকেটারেরা, টিম ম‍্যানেজমেন্টের এই সিদ্ধান্তের সমালোচনা ক‍রেছিলেন। তালিকায় আছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সি‌ং। ভাজ্জি PTI কে বলেছেন,

“আমার মনে হয় কূলদীপের এরপর এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বন্ধ করতে হবে। কবে যে পরপর দুটো টেস্ট ম্যাচ খেলবে, কে জানে।”

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : ফের ব‍্যর্থ রাহুল, ক্ষোভে ফুষসে নেটিজেনরা

এমন মন্তব্য করার পরপরই হরভজন মনে করিয়ে দিয়েছেন শেষবার কূলদীপ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচের এক ইনি‌ংসে পাঁচ উইকেট নিয়েছিলেন, কিন্তু তারপর যে তাকে বসানো হয়েছিল, এরপর দুই বছর টেস্ট খেলার সুযোগ পাইনি,

“এই চট্টগ্রাম টেস্টের আগে শেষ বার কুলদীপ যাদব সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলো। ওখানকার পিচের পরিস্থিতি ভিন্ন ছিলো। বিদেশের মাটিতে ভারতের এক নম্বর টেস্ট স্পিনার হওয়ার কথা ছিলো কূলদীপের। কিন্তু ওকে আড়াই বছর অপেক্ষা করতে হলো পরের টেস্টে খেলতে।

কোনও ক্রিকেটারের নাম নেবোনা, তবে বলবো এমন অনেক ক্রিকেটার আছে, যাদের পাঁচ বছরের বেশি সময় দিয়ে দেখে নেওয়া হয়েছে, কিন্তু কূলদীপ সময় পায় পাঁচদিনের জন্যে। আট উইকেট নেওয়ার পরেও ও নিজেকে কখনও নিরাপদ ভাবতে পারবেনা।”

India (Playing XI): KL Rahul(c), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Rishabh Pant(w), Shreyas Iyer, Axar Patel, Ravichandran Ashwin, Jaydev Unadkat, Umesh Yadav, Mohammed Siraj

Bangladesh (Playing XI): Najmul Hossain Shanto, Zakir Hasan, Mominul Haque, Litton Das, Mushfiqur Rahim, Shakib Al Hasan(c), Nurul Hasan(w), Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Taskin Ahmed

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : চমৎকার রিফ্লেক্স ক্যাচে পূজারাকে ফেরালেন মোমিনুল, দেখুন ভিডিও