BAN vs IND 2022 : মীরপু্র টেস্টের তৃতীয় দিনের শেষবেলায় ভারতকে চাপে ফেললো বাংলাদেশ

0
16
BAN vs IND 2022 : Bangladesh put India under pressure at the end of the third day of the Mirpur Test
BAN vs IND 2022 : Bangladesh put India under pressure at the end of the third day of the Mirpur Test

BAN vs IND 2022 – ঢাকায় চলতি ভারত – বাংলাদেশ টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষবেলার খেলা জমিয়ে দিলো বাংলাদেশের স্পিনাররা। ভারতকে স্পিনের জালে জড়িয়ে ম‍্যাচে দুর্দান্ত প্রত‍্যাবর্তন করলো বাংলাদেশ। ১৪৫ রানের জয়ের লক্ষ‍্য তাড়া করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

শনিবার খেলার শুরুতে ভালো বোলিং করেছিল ভারতীয় ক্রিকেট দল। তারই সুবাদে ২৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এর ফলে ভারতের চলতি টেস্ট সিরিজ ২-০ ব‍্যবধানে জেতাটা এখন খালি সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছিলো ক্রিকেট বোদ্ধারা। (BAN vs IND 2022)

এরকম একটি পরিস্থিতির মধ্যে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দিলেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। ১২ রানের ব‍্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের গোটা খেলার নক্সাটা বদলে দেয়। পরিস্থিতি এখন এমনই যে ম‍্যাচে ভারতকে জিততে হলে ১০০ রান করতে হবে, হাতে রয়েছে ৬ উইকেট। (BAN vs IND 2022)

১৪৫ রান তাড়া করতে নেমে খুব দ্রুত আউট হয়ে যান ভারত অধিনায়ক কে এল রাহুল। মাত্র ২ রান করে সাকিব আল হাসানের হাতে তালুবন্দি হন রাহুল, শুরুতেই উইকেট পেয়ে ম‍্যাচে জাঁকিয়ে বসে বাংলাদেশ। (BAN vs IND 2022)

আরও পড়ুনঃ IPL 2023 : স্টোকস তাহলে পরবর্তী CSK অধিনায়ক, জবাব দিলেন বিশ্বনাথন

খুব বেশি সময় ব‍্যাট করতে পারেননি চেতেশ্বর পূজারা(৬)। মেহেদীর লেংথ ব‍্যাকের ডেলিভারি সামাল দিতে গিয়ে বল ইনসাইড এজ হয়ে তালুবন্দি হয় উইকেট কিপারের হাতে ধরা পড়ে। এরপর মেহেদীর বল বুঝতে ভুল করে আউট হয়ে যান শুভমান গিল (৭), বলা চলে উইকেট টা উপহার দিয়েছেন তিনি। দলের প্রয়োজনের দিন বিশেষ নির্ভরতা দিতে ব্যর্থ বিরাট কোহলি (১)। টানা ৪ উইকেট হারিয়ে বর্তমানে রীতিমতো চাপের মধ্যে আছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিজে আছেন আক্সার প‍্যাটেল (২৬*) এবং নাইট ওয়াচম‍্যান জয়দেব উনাদকাট(৩)।

এর আগে,তৃতীয় দিনের খেলার শুরু থেকেই ভালো বোলিং করছিলো ভারতীয় বোলাররা। বাংলাদেশের ব্যাটারদের তারা যেমন নিয়মিত ব‍্যবধানে রান করতে দেননি, তেমনই নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে যাচ্ছিলেন। (BAN vs IND 2022)

ফের আরেকবার ভালো ব‍্যাটিং করেন জাকির হাসান। এদিন’ও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু তাকে অপর প্রান্ত থেকে কেউই ব‍্যাট হাতে ভালো ভ‍রসা দিতে পারেননি। পরবর্তী সময়ে নুরুল হাসান এবং লিটন দাসের মধ্যে একটি ভালো পার্টনারশিপ গড়ে ওঠে। শেষে কিছুটা যোগদান রাখেন তাস্কিন আহমেদ।সব মিলিয়ে ২৩১ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতকে ১৪৫ রানের টার্গেট দিয়েছিলো টাইগাররা।

আরও পড়ুনঃ IPL 2023 : দলে নিলেও এই দুই তারকা ক্রিকেটারকে খেলাবেনা দিল্লি ক‍্যাপিটালস, দাবী ভারতের প্রাক্তন তারকার