
BAN vs IND 2022 – বৃহস্পতিবার চট্টগ্রামে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি ব্যাটার এই ব্যাটার এদিন ১১৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন।
অষ্টম উইকেটে কুলদীপ যাদবের সাথে জুঁটিতে জুড়েছিলেন গুরুত্বপূর্ণ ৯২ রান। গোটা সেশন জুড়ে বেশ নিয়ন্ত্রিত ব্যাট করেছেন এই অফ স্পিনার। (BAN vs IND 2022)
টেস্ট ক্রিকেটে অশ্বিনের ব্যাটিং পারফরম্যান্স বেশ প্রশংসনীয়। এখনও অবধি ৮৭ টা ম্যাচ খেলে তিনি করেছেন ২৮৮৯ রান। পাঁচটি সেঞ্চুরি এবং তেরোটা হাফ সেঞ্চুরি সহ। (BAN vs IND 2022)
ম্যাচে যেখানে ভারতের তিন প্রথম সারির ব্যাটার শুভমান গিল (২০), কে এল রাহুল (২২) এবং বিরাট কোহলি ব্যর্থ তখন, এমন কঠিন মূহুর্তে অশ্বিনের এহেন ব্যাটিং পারফরম্যান্স দেখে পুলকিত ভারতীয় ক্রিকেট সমর্থক’রা। সোশ্যাল মিডিয়ায় অশ্বিনের ভূয়সী প্রশংসা করেছেন তারা। (BAN vs IND 2022)
The contribution with the bat by Ashwin is just remarkable at number 8. pic.twitter.com/IioUFjSTHq
— Johns. (@CricCrazyJohns) December 15, 2022
Fifty by Ravi Ashwin in 91 balls – what a fifty it has been by Ashwin, a much needed lower down the order. pic.twitter.com/NqO42GMNJ5
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 15, 2022
Most 50+ scores for India at no.8 in Tests:
— CricTelegraph (@CricTelegraph) December 15, 2022
13 – Kapil Dev
9 – R Ashwin
8 – Ravindra Jadeja#BANvIND
Ashwin could follow in the footsteps of the likes of Kapil, Mohinder and Yuvraj and be our NEXT WORLD CUP WINNING ALLROUNDER. pic.twitter.com/9K8XcRZA4i
— Sudhir Alva (@sudhiralva1) December 15, 2022
KL Rahul : "One thing is sure that you are going to see a lot of Aggressive cricket from us".
— 𝘾𝘼 𝙍𝙖𝙟𝙚𝙨𝙝 𝘾𝙝𝙤𝙪𝙙𝙝𝙖𝙧𝙮 (@_i_m_rj_) December 15, 2022
Le R. Ashwin: pic.twitter.com/6CUp1dzGGQ
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে হারাক ফ্রান্স, চায় মরোক্কো দল
অশ্বিনের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি কুলদীপের ইনিংস’ও প্রশংসনীয়। ১১৪ বলে ৪০ রান করেছেন তিনি পাঁচটি চার সহযোগে। দুজন মিলে ভারতের স্কোর কে ৪০৪ রানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এদিন। এবার তাদের বোলিং পারফরম্যান্সের দিকে নজর থাকবে।
India (Playing XI): Shubman Gill, KL Rahul(c), Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant(w), Axar Patel, Ravichandran Ashwin, Kuldeep Yadav, Umesh Yadav, Mohammed Siraj
Bangladesh (Playing XI): Zakir Hasan, Najmul Hossain Shanto, Litton Das, Shakib Al Hasan(c), Mushfiqur Rahim(w), Yasir Ali, Nurul Hasan, Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Ebadot Hossain
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : রোহিত ফিরলে দলে জায়গা পাবেনা গিল, হুশিয়ারি কাইফের