
BAN vs IND 2022 – চলতি বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে খেলাকালীণ কেরিয়ারের ৪৪ তম ওডিআই সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ভারত কোচ রাহুল দ্রাবিড় বলেছেন এই তারকা দিল্লির ব্যাটারের রানের খিদে সম্পর্কে ওয়াকিবহাল তিনি, সবসময় দলের জন্যে রান করাটাই লক্ষ্যে থাকে তার।
Sony Sports Network এবং BCCI কে একটি সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় বলেছেন,
“বিরাট কোহলির ৫০ ওভারের ক্রিকেট খেলার মানসিকতা দুর্দান্ত। এবিষয় তার রেকর্ড’ই তার প্রমাণ দেয়। এটা ওর ৪২ অথবা ৪৪ তম সেঞ্চুরি বোধহয়। ওর পরিসংখ্যান দেখছিলাম। অবিশ্বাস্য একটা ব্যাপার, যা ম্যাচ ও খেলেছে সেই নিরিখে। কোহলি খুব ভালো মতো জানে কখন ওকে আক্রমণাত্মক খেলতে হবে, কখন নয়। ওর ব্যাটিং দেখা দারুণ একটা ব্যাপার, বিষয়টা আমাদের দলের জন্যেও ভীষণ ইতিবাচক। আমি জানি ওর রানের খিদে ঠিক কতোটা।”
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তিন নম্বর ওয়ানডে ম্যাচে ৯১ বলে ১১৩ রান করেছিলেন বিরাট কোহলি। ইনিংসে আছে দুটো ছক্কা এগারোটা চার। প্রায় বছর তিনেক বাদে কোহলি ওডিআইতে সেঞ্চুরি করেছিলেন এদিন। ম্যাচে ২২৭ রানে বিরাট জয়লাভ করে ভারত। (BAN vs IND 2022)
From reminiscing memories of his playing days in Bangladesh to praising the preparation levels of @imVkohli and on the evolving nature of Test cricket 👍
— BCCI (@BCCI) December 15, 2022
A special conversation featuring #TeamIndia Head Coach Rahul Dravid 👌
Full interview 🔽 #BANvINDhttps://t.co/nLIvUKc2BC pic.twitter.com/vz5yQhuAsB
কোহলির ফিটনেসের ও প্রশংসা করেছেন দ্রাবিড়, এবং সেই বিষয়টা সকলের খুব শিক্ষণীয় বলে মনে করেন রাহুল, তার বক্তব্য,
“ওকে দেখে আসছি আমি, খুব পরিশ্রম করছে। খারাপ খেলুক বা ভালো খেলুক, এব্যাপারে থামতে দেখিনি কখনও। আমার মনে হয় ছোটোদের’ও এব্যাপারে শিখতে হবে।”
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১ রান করে আউট হয়ে গেছিলেন কোহলি।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে হারাক ফ্রান্স, চায় মরোক্কো দল