Babar Azam – পাকিস্তান সুপার লিগে সেঞ্চুরি করাটা স্বপ্নের মতো, এমনটাই জানিয়েছেন পেশোয়ার জালমি দলের নব নিযুক্ত অধিনায়ক বাবর আজম। ডান হাতি এই ব্যাটার আসন্ন পিএসএলেই এই নজির স্থাপন করতে চান।
পাকিস্তান সুপার লিগে ইসলামা ইউনাইটেড এবং করাচি কিংসের হয়ে খেলেছিলেন বাবর আজম। ৬৮ টা ম্যাচে ২৪১৩ রান করেছেন তিনি, ৪২.২৩ গড়ে, আছে ২৩ টা হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ অপরাজিত ৯০*রান। ২৮ বছর বয়সী এই পাক ব্যাটার এই টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। (Babar Azam)
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ভাইরাল মহিলা ফ্যানের শুভমান গিলের উদ্দেশ্যে লেখা ব্যানার
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে –
“পাকিস্তান সুপার লিগে সেঞ্চুরি করাটা আমার কাছে স্বপ্নের স্বপ্নের মতো। আমার দুটো আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি আছে, এছাড়া বেশ কয়েকটি সেঞ্চুরি আছে ভিন্ন ভিন্ন লিগে। পিএসএলে তিন সংখ্যার ইনিংস খেলার জন্যে ইতিবাচক আমি। আশা করছি, খুব শীঘ্রই বড়ো স্কোর করবো।”
Deano, job done coach! 🏆 #Champions #KarachiKings pic.twitter.com/uM6tKebG0u
— Babar Azam (@babarazam258) November 17, 2020
২০২১ -২২ মরশুমে করাচি কিংসের হয়ে মোটের উপর পাকিস্তান সুপার লিগটা খারাপ যায়নি বাবর আজমের। দশ ম্যাচে ৩৪৩ রান করেছিলেন ৩৮.১১ গড়ে, ১১৮.৬৮ স্ট্রাইক রেটে। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি বাবর আজমের। যদিও একমাত্র পাকিস্তানের ব্যাটার হিসেবে দুটো আন্তর্জাতিক সেঞ্চুরি করার রেকর্ড বাবরের দখলে।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কার্তিক চান নাগপুর টেস্টে খেলুক সূর্য