
Babar Azam – মুলতান সুলতানসকে ১ রানে রুদ্ধশ্বাস হারিয়ে পাকিস্তান সুপার লিগের শুরুটা দারুণ ভাবে করেছে লাহোর কালান্দার্স। প্রতিবারের ন্যায় এবারও নজর থাকবে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দিকে, পেশোয়ার জালমিকে নেতৃত্ব দেবেন তিনি।
টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের একজন বাবর আজম। কিন্তু প্রায়শই তাকে সমালোচিত হতে দেখা যায় তার রক্ষণাত্মক ব্যাটিংয়ের জন্যে। পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ স্কোরার বাবর। পিএসএলের স্ট্রাইক রেট তার ১২১.১৩। (Babar Azam)
তবে এবার পেশোয়ার জালমির ট্রেনিং সেশনে একেবারেই আলাদা মেজাজে পাওয়া গেলো বাবরকে। রনংদেহী মেজাজে সপাটে একের পর এক বল চালিয়ে খেলেছিলেন তিনি।
ট্রেনিং সেশনে মোট নয়টা ছক্কা মেরেছিলেন বাবর। এরমধ্যে টানা ছয়টা ছয় মারেন। তাই এবারের পাকিস্তান সুপার লিগে বাবরকে একেবারে ভিন্ন মেজাজে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুনঃ Rohit Sharma : রোহিত শর্মার কেরিয়ারের শুরুর দিকে অজানা কাহিনী শোনালেন হরভজন সিং
Babar Azam hits a total of NINE SIXES in Peshawar Zalmi training session. New role for him in the team it seems! 🔥 #HBLPSL8
— Farid Khan (@_FaridKhan) February 13, 2023
Watch more of these big sixes from Babar here 👇https://t.co/7PPaaRUUmK pic.twitter.com/NXADD2ZKPj
পিএসএল কেরিয়ারের অধিকাংশ সময় করাচি কিংসের হয়েই খেলেছিলেন বাবর আজম। ২০১৬ সালে ইসালামাবাদ ইউনাইটেডের হয়ে পিএসএল জার্নি শুরু করেন। এরপর ২০১৭ থেকে ২০২২ সাল অবধি খেলবেন করাচির হয়ে।
আরও পড়ুনঃ Suryakumar Yadav : সূর্য’কে টেস্ট খেলার পাঠ দিলেন প্রাক্তন পাক অধিনায়ক