PAK vs NZ 2022 : ছক্কা মেরে টেস্ট সেঞ্চুরি করলেন বাব‍র আজম, ভাঙলেন রিকি পন্টিংয়ের রেকর্ড 

0
122
Babar Azam scored a Test century by hitting a six and breaking Ricky Ponting's record in PAK vs NZ 2022 Series
Babar Azam scored a Test century by hitting a six and breaking Ricky Ponting's record

PAK vs NZ 2022 – সোমবার করাচি জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা মেরে নিজের সেঞ্চুরি পূরণ করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম‍্যাচের প্রথম সেশনে বেশ কয়েকটি উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গেছিলো পাকিস্তান।

ঝোড়ো সেঞ্চুরি করে কার্যত দলকে এদিন খাদের কিনারা থেকে উদ্ধার করলেন বাব‍র আজম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদের সাথে জুঁটি বেধেঁ দলকে বিপদ সীমা পার করালেন তিনি। (PAK vs NZ 2022)

কেরিয়ারের নবম টেস্ট শতরান করার পথে নয়টা চার মারেন বাবর। ৯৭ রানে বেশ কিছু সময় ব‍্যাট করতে বাধ‍্য হয় বাবর, তার কারণ ব্রেসওয়েলের দুর্দান্ত বোলিং।কিন্তু তারপর’ই দুর্দান্ত একটা ছক্কা মেরে সেঞ্চুরি করে ফেলেন তিনি।

আরও পড়ুনঃ Jhulan Goswami : শেষ হলো ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ, শেষ দিন উপস্থিত থাকলেন তারকা ক্রিকেটার নিজেই

ব্রেসওয়েলের একটা ফ্লাইটেড ডেলিভারি,মিড উইকেটের উপর থেকে চালিয়ে খেলেন তিনি।তা ছক্কা হয়।এরপর হেলমেট খুলে ফেলেন পাকিস্তানের অধিনায়ক।চলে সেলিব্রেশন।

এদিন রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙেন বাবর।অধিনায়ক হিসেবে এক ক‍্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ৫০+ স্কোর করার রেকর্ড এখন বাবরের দখলে।এবছর ১১ টা টেস্ট,৮ টা ওয়ানডে এবং ৬ টা টি টোয়েন্টি ম‍্যাচে মোট ২৫ টা পঞ্চাশের অধিক ইনিংস খেলেছিলেন বাবর‌।২০০৫ সালে এমন ইনিংস ২৪ টা খেলেছিলেন রিকি পন্টিং।এই প্রতিবেদন লেখাকালীণ ক্রিজে ব‍্যাট করছেন বাবর (১১৯*) এবং সরফরাজ (৪৩*)।পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ২৪৪। (PAK vs NZ 2022)

আরও পড়ুনঃ Kylian Mbappe : নেইমার’কে না ছাড়লে পিএসজি ছাড়বেন এমবাপে, জানিয়ে দিলেন স্পষ্ট