চলতি বছরে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ থেকে (Babar Azam) পাকিস্তানের খালি হাতে দেশে ফেরার পরে, বাবর আজম’কে সরিয়ে শাদাব খান’কে সংক্ষিপ্ত ফর্ম্য়াটে পাকিস্তানের ক্যাপ্টেন করার দাবি উঠেছিল ওদেশের ক্রিকেটমহলে।
এবার ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে, বাবর’কে দীর্ঘতম ফর্ম্যাটেও নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠতে থাকে সর্বত্র। (Babar Azam)
বাবর নিজে অবশ্য নেতৃত্ব ছাড়তে রাজি নন। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘ক্যাপ্টেন হটাও’ দবি জোরালো হতে শুরু করেছে। সকলের এই দাবী দাবানলের আকার নেওয়ার আগেই পাকিস্তানের ক্রিকেটার’রা বাবরের ক্যাপ্টেন্সি বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় পাল্টা সুর তুলতে শুরু করে দিয়েছেন।
পাকিস্তানের নাম করা সকল ক্রিকেট তারকা’রা, যেমন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ’রা ট্যুইট করে বাবরের হয়ে কথা বলতে শুরু করেছেন। (Babar Azam)
শাহিন আফ্রিদি ট্যুইট করে লিখেছেন,
“বাবর আজম আমাদের এবং পাকিস্তানের গর্ব, প্রাণ ও পরিচয়। ও আমাদের ক্যাপ্টেন আছে এবং থাকবে। এর বাইরে কিছু ভাবাও মানা।”
Babar Azam hamari or Pakistan ki Shan, jaan or pehchan hai. Wo Hamara kaptaan hai or rahe ga. Kuch or #sochnabhimanah hai.
— Shaheen Shah Afridi (@iShaheenAfridi) December 20, 2022
Please support this team. Yahi team hame jitaye gi bhi. Kahani abhi Khatam nahi howi. #Respect pic.twitter.com/WyjW98pJuA
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বারো বছর পর টেস্ট খেলার সুযোগ পেলেন জয়দেব উনাদকাট
শাহিন এরই সঙ্গে আরও লেখেন,
“দয়া করে এই দলটার পাশে থাকুন। এই দলটাই আমাদের জেতাবে। গল্প এখনও শেষ হয়নি।”
Ap hamaray leader ho or raho ga hamesha inshallah❤️#sochnabemanahai #Respect pic.twitter.com/Qfe4hY9bp4
— Haris Rauf (@HarisRauf14) December 20, 2022
শাহিনের এমন ট্যুইটের প্রতিক্রিয়ায় নেটিজেন’দের কেউ কেউ দাবি করেন যে, টেস্টে বাবরের হাত থেকে নেতৃত্ব নেওয়ার প্রধান দাবিদার যিনি, তিনি নিজেই যদি এমন কথা বলেন, তাহলে আর কার হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া যাবে। (Babar Azam)
অনেকে আবার এও দাবি করেন যে, ক্রিকেটার’দের দিয়ে এমন ট্যুইট করাচ্ছেন বাবর আজম। পরবর্তীতে তাদের দাবি জোরালো হয় হ্যারিস রউফের সোশ্যাল মিডিয়া পোস্টের পরে। হ্য়ারিস বাবরের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ট্যুইট করে লেখেন,
“আপনি আমাদের নেতা ছিলেন এবং ঈশ্বর করুন সর্বদা নেতা থাকবেন।”