Babar Azam : আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হলেন বাবর আজম

0
15
Babar Azam : Babar Azam was selected as ICC ODI Cricketer of the Year
Babar Azam : Babar Azam was selected as ICC ODI Cricketer of the Year

Babar Azam – টানা দ্বিতীয় বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম‌। এর আগে আইসিসির ওডিআই টিম অফ দ‍্য ইয়ারের ক‍্যাপ্টেন নির্বাচিত হয়েছিলেন বাবর।

২০২২ সালে ৫০ ওভারের ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন বাবর। ২০২১ সালে ছয় ম‍্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেছিলেন বাবর আজম, গতবছর নয় ম‍্যাচে ৬৭৯ রান করেছিলেন বাবর ৮৪.৮৭ গড়ে, তিনটে সেঞ্চুরি সহ। (Babar Azam)

অধিনায়ক হিসেবে গতবছর একটি মাত্র ওয়ান ম‍্যাচে হেরেছিলো বাবর আজম। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার একাধিক সেরা পারফরম্যান্সের মধ্যে আলাদা ভাবে উল্লেখ করতে হয় ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছিলো ভারত, ২০০২ সালের পর এটাই ছিলো ওয়ানডে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়। (Babar Azam)

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর মারাত্মক চাপের মধ্যে পড়ে গেছিলো পাকিস্তান। বিশ্বকাপ সূপার লিগে পয়েন্ট টেবিলে নিজেদের ঠিকঠাক জায়গায় ধরে রাখতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিততেই হতো তাদের।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : সচিন, কোহলির উত্তরাধিকারী শুভমান গিল, বললেন ভারতের প্রাক্তন নির্বাচক

এমন একটি পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডে ম‍্যাচে ৮৮ রানে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত প্রত‍্যাবর্তন করে পাকিস্তান ম‍্যাচ জিতে, সংশ্লিষ্ট ম‍্যাচে বাবর আজম (১১৪) এবং ইনাম উল হক (১০৬) সেঞ্চুরি করেছিলো।

সিরিজের নির্নায়ক ম‍্যাচে ফের আরেকবার জ্বলে ওঠেন বাবর। প্রথম অস্ট্রেলিয়া কে ২১০ রানে অল আউট করে দেয় পাকিস্তান। মহম্মদ ওয়াসিম এবং হারিস রাউফ নেন তিনটি করে উইকেট। পরবর্তী সময়ে বাবর আজমের অপরাজিত সেঞ্চুরি (১০৫*) এবং ইমামের (৮৯*) অপরাজিত ইনিংসের উপর নির্ভর করে ভারত ম‍্যাচ জিতে নেয়‌‌।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : মহম্মদ সিরাজের দূর্বলতা খুঁজে পেলেন প্রাক্তন পাক অধিনায়ক