Babar Azam – ঘরের মাঠে সদ্য ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার জের। এছাড়া টেস্টে তার ক্যাপ্টেন্সি এবং ব্যাটিং নিয়েও উঠে গেছে প্রশ্ন। তাই আগামী বছরের জুলাই মাসের মধ্যে পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন্সি হাতছাড়া হতে পারে বাবর আজমের। শুধু তাই নয়, পাকিস্তানের কোচের পদ থেকে সাকলাইন মুস্তাক কে সরানো হতে পারে।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সূত্রের মারফত জানা গিয়েছে আগামী ২৬ শে ডিসেম্বর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে, সেই সিরিজ শেষে সাকলাইন পাকিস্তানের কোচের চাকরি ছাড়বেন। (Babar Azam)
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর লাহোরে গেছিলেন সাকলাইন মুস্তাক এবং বাবর আজম। সেখানে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা এবং নির্বাচক মহম্মদ ওয়াসিমের সাথে ইংল্যান্ডের কাছে সিরিজ হারের ময়নাতদন্ত চলেছে।
🗣️ Pakistan head coach Saqlain Mushtaq reviews the three-match Test series against England.#PAKvENG | #UKSePK pic.twitter.com/0bm8zdf8gl
— Pakistan Cricket (@TheRealPCB) December 20, 2022
আরও পড়ুনঃ PCB : ভারত’কে চাপে রাখতেই বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল বোর্ড, এমনটাই জানালেন রামিজ রাজা
Do not let compliments go to your head and criticism to your heart. pic.twitter.com/XqiIW3ScWN
— Babar Azam (@babarazam258) December 13, 2022
কেনো ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের কাছে হারলো দল ?তা নিয়ে সাকলাইন, বাবর এবং ওয়াসিম, পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাকে সেটা বুঝিয়ে বলার চেষ্টা করেছেন তারা। প্রায় তিন ঘন্টার আলোচনায় দেশের ক্রিকেট দলের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে।
করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট হারের পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে দল ঘোষণা কথার ব্যাপাটা এই প্রতিবেদন অনুযায়ী অনেকটা এবিষয় পাকিস্তান ক্রিকেট বোর্ড ধীর গতিতে এগোচ্ছে। (Babar Azam)
আরও পড়ুনঃ IPL 2023 : মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সাথে আলাপ করার জন্যে মুখিয়ে আছেন মার্ক বাউচার