IND vs SL 2023 : এবার জাদেজার উপর চাপ ফেলছে আক্সার, বললেন গম্ভীর 

0
19
Axar Patel is putting pressure on Ravindra Jadeja thinks Gautam Gambhir after 1st t20 match of IND vs SL 2023 Series
Axar Patel is putting pressure on Ravindra Jadeja thinks Gautam Gambhir after 1st t20 match of IND vs SL 2023 Series

IND vs SL 2023 – সব ধরনের ফর্ম‍্যাটে একের পর এক ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে রবীন্দ্র জাদেজার উপর চাপ বাড়াচ্ছেন আক্সার প্যাটেল। এমনটাই মনে করেন গৌতম গম্ভীর।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে ২০ বলে অপরাজিত ৩১* রানের ইনিংস খেলেছিলেন আক্সার। তার সুবাদে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের টার্গেট দিয়েছিলো। এরপর এই স্পিন বোলিং অলরাউন্ডার শেষ ওভারে ১২ রান ডিফেন্ড করে দেন। ভারত দুই রানে ম‍্যাচ জেতে। (IND vs SL 2023)

Star Sports এর আলোচনায় আক্সার প‍্যাটেলের ইনিংস সম্পর্কে গম্ভীর বলেছেন –

“যেকোনো ফর্ম‍্যাট’ই হোক না কেনো, সুযোগ পেলে আক্সার প‍্যাটেল ভালো খেলে। ও দারুণ খেলে। এটা খুবই ভালো ব‍্যাপার। ও কিন্তু জাদেজার উপর চাপ বাড়ানো শুরু করেছে। আসলে ভারতের হয়ে খেলতে নামা মানেই এই চাপের খেলা জারি থাকবে।”

ক্রিকেটার টার্নড রাজনীতিবিদ বলেছেন, এই দলে জায়গা করে নেওয়ার জন্যে যে লড়াই তা ভারতীয় দলের জন্যে ভালো, তার বক্তব্য –

“টি টোয়েন্টি বলুন বা টেস্ট, যেকোনও ফর্ম‍্যাটেই আক্সার প‍্যাটেল ভীষণ কার্যকর। যেকোনো ফর্ম‍্যাটেই এক আলাদা রেঞ্জ দেখা গেছে।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : একটা খারাপ পারফরম্যান্স দিয়ে চাহালকে বিচার করা ঠিক হবে না, মত ভারত প্রাক্তনীর 

সংশ্লিষ্ট ম‍্যাচে চার উইকেট নিয়ে নজর কাড়লেন শিবম মাভি, শেষে আক্সার প‍্যাটেলের রুদ্ধশ্বাস শেষ ওভারের বোলিং দিয়ে শ্রীলঙ্কা’কে ২ রানে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম‍্যাচে জয় দিয়ে নতুন বছর শুরু করলো ভারতীয় ক্রিকেট দল। (IND vs SL 2023)

টসে জিতে ভারতকে ব‍্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম দিকে ইশান কিষাণ (২৯ বলে ৩৭ রান) এবং ‌অধিনায়ক হার্দিক পান্ডিয়া (২৭ বলে ২৯ রান) পরবর্তী সময়ে দীপক হুডা এবং আক্সার প‍্যাটেলের ৬৮ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৬২ রান তোলে ভারত। পরবর্তী সময়ে দাপুটে পারফরম্যান্স দেয় ভারতীয় ক্রিকেট দলের বোলাররা।

অভিষেক ম‍্যাচে নজ‍রকাড়া বোলিং করেন শিবম মাভি, ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুই ওভারে ধনঞ্জয় ডি’সিলভা এবং পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন মাভি। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চারিথ আসালাঙ্কার উইকেট নিজের দখলে রেখেছিলো এই অভিষেক করা টি টোয়েন্টি বোলার। এছাড়া উমরান মালিক এবং হর্ষল প‍্যাটেল দুটো করে উইকেট নেন।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : কবে নতুন ক্লাবের হয়ে প্রথম খেলতে নামবেন রোনাল্ডো, ভারতে কখন এবং কোথায় দেখবেন সেই ম‍্যাচ, জানুন বিস্তারিত