
Australia vs England 2022 তারকা অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১৪,০০০ রান করে ফেললেন। অস্ট্রেলিয়ার দ্রুততম ক্রিকেটার হিসেবে এই বিশেষ মাইলফলক অর্জন করলেন তিনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে খেলা কালীণ এই রেকর্ড গড়েন স্মিথ।
ম্যাচে (Australia vs England 2022) মাত্র ৬ রানের জন্যে শতরান হাতছাড়া করেছেন স্মিথ। খেলেছেন ১১৪ বলে ৯৪ রানের ঝকঝকে ইনিংস। ইনিংসে আছে ৫ টি চার এবং একটি ছক্কা। ৮২.৪৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন স্মিথ এদিন।
সব ধরনের ক্রিকেট মিলিয়ে এখনও অবধি ২৮৮ টা ম্যাচ খেলেছিলেন স্মিথ। সেখানে ৩২৮ ইনিংসে করেছেন ১৪,০৬৫ রান, ৪৯.৫২ গড়ে। ৪০ টা সেঞ্চুরি এবং ৬৯ টা হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ২৩৯ রান। (Australia vs England 2022)
ডেভিড বুনের গড়া ১৩,৩৮৬ রানের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার নবম সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। (Australia vs England 2022)
Steven Peter Devereux Smith looking in serious touch at the moment. This fifty coming off 70 balls #AUSvENG pic.twitter.com/xXfkum03sL
— cricket.com.au (@cricketcomau) November 19, 2022
আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহক :
রিকি পন্টিং (২৭,৩৬৮ রান)
স্টিভ ওয়া (১৮,৪৯৬ রান)
অ্যালান বর্ডার (১৭,৬৯৮ রান)
মাইকেল ক্লার্ক (১৭,১১২ রান)
ডেভিড ওয়ার্নার (১৬,৬১২ রান)
এখনও আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশী রান করার রেকর্ড কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের দখলে। তিনি করেছেন ৩৪,৩৫৭ রান।
আসা যাক ম্যাচের প্রসঙ্গে। এদিন ম্যাচে সিডনিতে ইংল্যান্ড’কে ৭২ রানে হারানোর পাশাপাশি ৩ ম্যাচের এই ওডিআই সিরিজ জিতলো অস্ট্রেলিয়া।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : বেঞ্জেমা না খেললেও চিন্তায় নেই গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ান ফ্রান্স