
Australia vs England 2022 – এখনও অবধি আইপিএলে খেলা হয়ে ওঠেনি অস্ট্রেলিয়ার উদীয়মান অলরাউন্ডার ক্যামেরুন গ্রীনের। তবে এবছর ডিসেম্বরে কোচিতে বসতে চলা আইপিএলের মিনি নিলামে তার অংশগ্রহণ করার সম্ভাবনা প্রবল। চলতি বছর সেপ্টেম্বর মাসে ভারত সফরে টি ২০ সিরিজে তার অলরাউন্ড পারফরম্যান্স নজর কেড়েছিলো সবার। এরপর থেকেই তার আইপিএলে খেলার সম্ভাবনা জোড়ালো হয়ে উঠেছিলো।
ইতিমধ্যে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ দাবী করেছেন এবারের আইপিএল ২০২৩ এর মিনি নিলামে বিরাট অংকের টাকা ব্যাগে পুরবেন গ্রীন। আগামী ২৩ শে ডিসেম্বর কোচিতে বসবে আইপিএলের আসর। আর সেই নিলামের প্রসঙ্গ টেনে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার খোঁচা দিয়ে বসলেন গ্রীন’কে। (Australia vs England 2022)
অ্যাডিলেডে বৃহস্পতিবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ চলাকালীন গ্রীনের খেলার প্রতি মনোসংযোগ নষ্ট করতে এই কীর্তন ঘটান ইংল্যান্ড অধিনায়ক। (Australia vs England 2022)
উইকেট কিপিং করাকালীণ ক্রমাগত আইপিএল নিলাম কে কেন্দ্র করে গ্রীনকে উদ্দেশ্য করে একের পর এক বিদ্রুপ মন্তব্য করে যান বাটলার। অস্ট্রেলিয়ার ব্যাটিং চলাকালীন ৪১ ওভারের ঘটনা। বোলিং করছিলেন বাঁ হাতি ইংলিশ স্পিনার লিয়াম ডসন, ইতিমধ্যে সাত বল খেলার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন গ্রীন। (Australia vs England 2022)
It was good of @josbuttler to remind Cam Green about the upcoming IPL auction 😂
— Cricket on BT Sport (@btsportcricket) November 17, 2022
Textbook stuff this 👌 pic.twitter.com/bkLbdXmUQ4
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মানে নেই বিশ্বকাপে
ডসনের ওভারের তৃতীয় বলে বড়ো শট খেলার চেষ্টা করেন গ্রীন।কিন্তু ঠিকঠাক নিজের পরিকল্পনা’কে রূপ দিতে পারেননি তিনি। এরপর অসি অলরাউন্ডার’কে খোঁচা দিয়ে ডসনকে বাটলার বলেন “ডস , কেউ ভালো শট খেলার চেষ্টা করছে, সেটা দেখেও ভালো লাগছে।”
এর পরের বলটা ডিফেন্ড করেন গ্রীন।এবার তাকে ঠেস দিয়ে ডসন’কে উদ্দেশ্য করে বাটলার বলেন,
“ডস, সামনে একটা বিরাট নিলাম আসছে” – পরবর্তী সময়ে এই মুহুর্তটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়।
আসা যাক খেলার প্রসঙ্গে, প্রথম ওডিআই ম্যাচে ৬ উইকেটে জেতে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া ২৮৮ রানের টার্গেট ৪৬.৫ ওভারে তুলে দেয়। অসিদের তরফে সর্বোচ্চ রান করেন ডেভিড ওয়ার্নার (৮৬), এছাড়া গুরুত্বপূর্ণ অবদান আছে ট্রাভিস হেড (৬৯) এবং স্টিভ স্মিথের (৮০*)।
শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া – ইংল্যান্ড।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : নিউজিল্যান্ড সফর মাতাবেন শুভমান গিল, আশাবাদী মহম্মদ কাইফ